www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ওরা চিরঞ্জীব

ওরা লড়েছিলো , ওরা মরেও ছিলো
ওদের রক্তেই এই বিজয় এসেছিলো ,
ওরাতো বিজয় না দেখেই চলে গেলো
তবুও ওরা স্বাধীনতাটা দিয়ে গেলো ৷

ওরা চলে গেলো,কিন্তু ওরা হারায়নি
ওরা রক্ত দিতেও কুন্ঠিতবোধ করেনি ,
ওরা রক্ত দিয়েই করে গেছে চীরঋনী
সেই রক্ত সেই ক্ষত আজও শুকায়নি ৷

বিজয়ের উল্লাসে হাসতে পারেনি ওরা
প্রিয়জনের শেষ দেখাও পায়নি তারা ,
তবু যুদ্ধ ময়দানে হয়নি মনোবল হারা
ওরা যে এই বাঙলার দামাল ছেলেরা ৷

ওরাইতো ভালোবাসতে শিখিয়েছিলো
বাংলার অধিকার ছিনিয়ে নিয়েছিলো ,
ওরাই প্রথম স্বাধীনতার স্বপ্ন বুনেছিলো
ওরা এই বাংলারই পা ফাটারা ছিলো ৷

ওদের শরীর মরে ওরা মরেনা কখনো
ওরা রত্নগর্ভার মায়ের গর্ভে জন্মেছিলো ,
ওরা সম্মুখ মৃত্যুকেও জয় করেছিলো
তাইতো ওরা মৃত্যুতেও চিরঞ্জীব হলো ৷
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর লেখা
  • অনবদ্য
  • মধু মঙ্গল সিনহা ১৭/১২/২০১৭
    অনেক সুন্দর বন্ধু..
  • আরিফ নীরদ ১৬/১২/২০১৭
    অসাধারন লিখনি
  • শ.ম. শহীদ ১৬/১২/২০১৭
    খুব সুন্দর লিখেছেন প্রিয়...
    ভালো লাগা ভালোবাসা সমেদ রেখে গেলাম।
 
Quantcast