তোমার দখলে
ঠিক যেনো আলোক লতার মতো করে
আষ্টেপৃষ্ঠে তুমি জড়িয়ে নিলে আমাকে ,
আলোক লতার মতো দখল নিয়ে নিলে ,
আমি পরাভূত হয়ে যাচ্ছি তোমার কাছে
তুমি জয়ের আনন্দে হাসছো চুপিসারে ৷
আজ কিছুই নেই আমার আমি বলতে
শুধু অবয়বটাই দাঁড়িয়ে আছে নীরবে ,
আমার শিরা উপশিরা তোমার দখলে ,
তুমি বিরাজ করছো এ আমার উপরে
আর আমি নীরবে দেখছি চেয়ে চেয়ে ৷
নিমিষেই আমার অহংকার চুরমার করে
বসে পড়লে তুমি এই অহংকারীর হৃদয়ে ,
এখানে আজ এখন তোমারই হুকুম চলে ,
তুমিই ইচ্ছা মতো চালাচ্ছো এই আমাকে
আমি যেনো বুদ হয়ে আছি সে তোমাতে ৷
ধীরে-ধীরে আমাকে গ্রাস করেছো তুমি
এখন আর আমার নেই কোনই অনুভূতি ,
শয়নে স্বপনেও যে শুধু তোমাকেই দেখি ,
আর তোমার প্রেমেরই যে তরজমা করি
দিবানিশি তোমার নামে প্রেমমালা জপি ৷
আষ্টেপৃষ্ঠে তুমি জড়িয়ে নিলে আমাকে ,
আলোক লতার মতো দখল নিয়ে নিলে ,
আমি পরাভূত হয়ে যাচ্ছি তোমার কাছে
তুমি জয়ের আনন্দে হাসছো চুপিসারে ৷
আজ কিছুই নেই আমার আমি বলতে
শুধু অবয়বটাই দাঁড়িয়ে আছে নীরবে ,
আমার শিরা উপশিরা তোমার দখলে ,
তুমি বিরাজ করছো এ আমার উপরে
আর আমি নীরবে দেখছি চেয়ে চেয়ে ৷
নিমিষেই আমার অহংকার চুরমার করে
বসে পড়লে তুমি এই অহংকারীর হৃদয়ে ,
এখানে আজ এখন তোমারই হুকুম চলে ,
তুমিই ইচ্ছা মতো চালাচ্ছো এই আমাকে
আমি যেনো বুদ হয়ে আছি সে তোমাতে ৷
ধীরে-ধীরে আমাকে গ্রাস করেছো তুমি
এখন আর আমার নেই কোনই অনুভূতি ,
শয়নে স্বপনেও যে শুধু তোমাকেই দেখি ,
আর তোমার প্রেমেরই যে তরজমা করি
দিবানিশি তোমার নামে প্রেমমালা জপি ৷
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৯/১০/২০১৭
-
টি এম আমান উল্লাহ ২৮/১০/২০১৭ভাল
-
আজাদ আলী ২৮/১০/২০১৭Nice poem
শুভেচ্ছা ও অভিনন্দন