মানুষের সন্ধানে
মানুষ খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত ,
কেউ মানুষের খোঁজ দিতে পারো ?
না না মানুষ চাই,মানুষের মুখোশ নয় !
বহুকাল পার হয়ে গেছে তার খোঁজে
মানুষ কেমন হয় দেখতে কেউ বলবে ?
সেই যে মহামানবেরা হারিয়ে গেছে
তারপর থেকেই খুঁজে চলেছি মানুষকে ৷
সবাই দেখি নিজেকে মানুষ বলে
অথচ !
আমি দেখি সব মানুষের মুখোশ পরে ৷
একটা মানুষ খুঁজে দাওনা আমাকে
দু'নয়ন ভরে আমি দেখবো তাহাকে ,
আচ্ছা তোমরা কি কেউ জানো ?
মানুষ কোথায় থাকে ?
কিম্বা !
মানুষ কাকে বলে ?
কেউ মানুষের খোঁজ দিতে পারো ?
না না মানুষ চাই,মানুষের মুখোশ নয় !
বহুকাল পার হয়ে গেছে তার খোঁজে
মানুষ কেমন হয় দেখতে কেউ বলবে ?
সেই যে মহামানবেরা হারিয়ে গেছে
তারপর থেকেই খুঁজে চলেছি মানুষকে ৷
সবাই দেখি নিজেকে মানুষ বলে
অথচ !
আমি দেখি সব মানুষের মুখোশ পরে ৷
একটা মানুষ খুঁজে দাওনা আমাকে
দু'নয়ন ভরে আমি দেখবো তাহাকে ,
আচ্ছা তোমরা কি কেউ জানো ?
মানুষ কোথায় থাকে ?
কিম্বা !
মানুষ কাকে বলে ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ১০/০৭/২০১৭অসাধারন.........শুভেচ্ছা কবি।
-
রিফাত রুপু ১০/০৭/২০১৭পরের তরে প্রাণ সপে দেয়
মানুষ তারে জানি,
অন্নহীনে অন্ন যে দেয়
তারেই মানুষ মানি।
সবার মুখে ফুটলে হাসি
মানুষ সুখে হাসে,
পরের কষ্টে বুক ফাটে তার
মন বিষিয়ে আসে।
বাহ্যিক শ্রী দেখে আজি
মানুষ চেনা দায়,
মানুষরূপী মুখোশ পরে
সবাই মানুষ হতে চায়।
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল কবি ভাইয়ের জন্য। -
সাঁঝের তারা ১০/০৭/২০১৭খুব ভাল ভাবনা ও লেখা
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৭/২০১৭মানুষ এখন খুঁজে নিতে হবে।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১০/০৭/২০১৭অ ন ব দ্য।
-
আব্দুল হক ১০/০৭/২০১৭ঠিকই বলেছেন!