মধ্যবিত্তের আসল রুপ
বোতাম হারানো ছেঁড়া শার্ট পড়নে
শুকতলা ক্ষয়ে যাওয়া জুতা পায়ে
এক আকাশ যন্ত্রণার পাহাড় বুকে
দম লাগানো মেশিনের মতো করে
বিরামহীন ছুঁটে চলেছি এ শহরে ।
কখনো চেনাজনের অচেনা রুপ
কখনোবা পাওনাদার দেখে চুপ
বেকার আমি হেঁটে হেঁটে ক্লান্ত খুব
ক্ষুধার্ত পেটে পানি খেয়েই চুপ
এই হলো মধ্যবিত্তের আসল রুপ ।
বাবাতো মরেছে মাও অনাহারে
ক্লাসের ফাস্টবয় গিয়েছি ভুলে
ডিগ্রীর বোঝা বেকারত্বের পিঠে
চাকরির জন্যে ঘুরছি হন্যে হয়ে
চাকরি হয়না মামা,খালু নেই বলে।
শুকতলা ক্ষয়ে যাওয়া জুতা পায়ে
এক আকাশ যন্ত্রণার পাহাড় বুকে
দম লাগানো মেশিনের মতো করে
বিরামহীন ছুঁটে চলেছি এ শহরে ।
কখনো চেনাজনের অচেনা রুপ
কখনোবা পাওনাদার দেখে চুপ
বেকার আমি হেঁটে হেঁটে ক্লান্ত খুব
ক্ষুধার্ত পেটে পানি খেয়েই চুপ
এই হলো মধ্যবিত্তের আসল রুপ ।
বাবাতো মরেছে মাও অনাহারে
ক্লাসের ফাস্টবয় গিয়েছি ভুলে
ডিগ্রীর বোঝা বেকারত্বের পিঠে
চাকরির জন্যে ঘুরছি হন্যে হয়ে
চাকরি হয়না মামা,খালু নেই বলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১২/০৩/২০১৭বাস্তবের দলিল।
-
মোনালিসা ১১/০৩/২০১৭খুব সুন্দর
-
রাবেয়া মৌসুমী ১০/০৩/২০১৭সত্য প্রতিছবি,জীবনের এক কঠিন বাস্তবতা।তবু মধ্যবিত্তরায় জীবন চলার পথকে করেছে সুন্দর। সুন্দর ,শুভকামনায়..
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১০/০৩/২০১৭বেকার আর বেদনার্ত হৃদয়ের একবুক হাহাকার,
সত্যিই এ যেন দেখার কেউ নেই।।
যাদের দেখার কথা তারা শুধুই বিবৃতি দিয়ে বেড়াচ্ছে- ভাই সব শোনেন, আমরা ক্ষমতায় এসে ২০ টাকার চাল ৫০ টাকা করেছি তবুওতো মানুষ খেয়েই যাচ্ছে। ফ্লাই ওভার আর পদ্মা ব্রিজ আমরা নিজেরাই করছি বিশ্বব্যাংকের কাছে হাত পাতিনি, আর বিরোধীদল আপনাদের না খাইয়ে রেখেছিল... ইত্যাদি।
বেকারদের চাকরি নেই বিধায় আজ বিদেশে হন্য হয়ে পাড়ি জমাচ্ছে, আর এই সুযোগটা কাজে লাগাচ্ছে মানবপাচারকারীরা।
তবে আসল সত্যিটা হল- এই সবই উন্নত জাগতিক শিল্পবিল্পবের কূফল । ক্ষমতাসীনরা দিন দিনই সম্পদের পাহার গড়বে আর মধ্যবিত্ত, নিম্নবিত্তরা দিন-দিনই সহায়-সম্বলহীন হয়ে পড়বে।