উঠো হে নারী
উঠো হে নারী
বিশ্ব তোমাদের হাতছানি দিয়ে ডাকছে ,
যে বিশ্বসংসার এতকাল ধরে
রেখেছিলো অন্ধকারের অতল গহ্বরে ,
তোমরী নারী অসহায় মূল্যহীন ভেবে ,
সে বিশ্ব আজ তোমাকে ডাকছে ৷
এসেছে সময় গর্জে ওঠার
অধিকার ছিনিয়ে নেয়ার
তুমিহীনা অসহায় এ বিশ্বসংসার
এই পুরুষ শোষিত সমাজকে বুঝিয়ে দেয়ার ৷
থেকোনাকো আর বসে ঘরের কোণে
আরমোরা ভেঙে চলে এসো পথে
তোমার হিস্যা বুঝে নেয়ার সময় এসেছে ৷
আজ যে বিশ্বসংসার তোমরাও তার দাবিদার
পুরুষ হেরেছে তো তোমরা নিয়েছ কাঁধে ভার
সুন্দর করে সাজানোর জন্য এ বিশ্বসংসার ৷
উঠ হে নারী
সরিয়ে দেখো জানালার কাঁচখানি
ওপারে নতুন সূর্যের ঝলকানি
ডাকছে তোমায় পথে নামো এখনি ,
নিভে যাওয়ার আগে সূর্যের ঝলকানি
বুঝিয়ে দাও তোমারাও মানুষ
নারী মানে নয় ভিখারিনী ৷
বিশ্ব তোমাদের হাতছানি দিয়ে ডাকছে ,
যে বিশ্বসংসার এতকাল ধরে
রেখেছিলো অন্ধকারের অতল গহ্বরে ,
তোমরী নারী অসহায় মূল্যহীন ভেবে ,
সে বিশ্ব আজ তোমাকে ডাকছে ৷
এসেছে সময় গর্জে ওঠার
অধিকার ছিনিয়ে নেয়ার
তুমিহীনা অসহায় এ বিশ্বসংসার
এই পুরুষ শোষিত সমাজকে বুঝিয়ে দেয়ার ৷
থেকোনাকো আর বসে ঘরের কোণে
আরমোরা ভেঙে চলে এসো পথে
তোমার হিস্যা বুঝে নেয়ার সময় এসেছে ৷
আজ যে বিশ্বসংসার তোমরাও তার দাবিদার
পুরুষ হেরেছে তো তোমরা নিয়েছ কাঁধে ভার
সুন্দর করে সাজানোর জন্য এ বিশ্বসংসার ৷
উঠ হে নারী
সরিয়ে দেখো জানালার কাঁচখানি
ওপারে নতুন সূর্যের ঝলকানি
ডাকছে তোমায় পথে নামো এখনি ,
নিভে যাওয়ার আগে সূর্যের ঝলকানি
বুঝিয়ে দাও তোমারাও মানুষ
নারী মানে নয় ভিখারিনী ৷
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১০/০৩/২০১৭সুন্দর।
-
ফয়জুল মহী ০৯/০৩/২০১৭আড়ষ্টতাহীন চয়ন
-
রাবেয়া মৌসুমী ০৯/০৩/২০১৭েবশ ভালো,আরো ভালো চাই..
-
আব্দুল হক ০৮/০৩/২০১৭আসলে ভালো হয়েছে!
-
প্রশান্ত কুমার ঘোষ ০৮/০৩/২০১৭সুন্দর
-
পরশ ০৮/০৩/২০১৭ভালো
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৮/০৩/২০১৭নারীরা জেগে উঠবেই!!
তখন আমার থামানোর কবিতা লিখবেন না কিন্তু।।।
ধন্যবাদ -
মধু মঙ্গল সিনহা ০৮/০৩/২০১৭খুব ভালো লাগলো।