www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাতের কাছে ঋণী

রাত্রি তোমার কাছে অাজ আমি অনেক ঋণী
এ জীবনে কতো কিছুইনা শিখিয়েছো তুমি ৷
তুমি ছিলে বলে আজ আলোর দাম বুঝেছি
বুঝেছি আঁধারের বুকে সে কি এক যন্ত্রণা ,
তুমি ছিলে বলে তাই আঁধারের সিঁধ কেটে
চলতে শিখেছি আজ এই আলোর পথে ৷
তুমি ছিলে তাই কান্নার রং ছুঁতে শিখেছি
আমাবস্যার পরে জোছনার ছায়া দেখেছি ৷
রাত্রি তোমার কাছে আজ আমি অনেক ঋনী
এ জীবনে কতো কিছুইনা শিখিয়েছো তুমি ৷
তুমি ছিলে তাই নিয়নালোয় নগর ভ্রমেছি
কাঁচা মাংসাশীদের মুখোশবাজী দেখেছি
ফুটপাতে বসে নিশি কন্যার কাব্য শুনেছি
আঁধারের ঘোমটা পড়াদের সত্য জেনেছি ৷
তুমি ছিলে তাই ঘরহারার ছুটোছুটি দেখেছি
ঘুমপিয়াসীদের ফুটপাত দখল করা দেখেছি
মানুষ,কুকুর এক চটে মুড়িয়ে ঘুমাতে দেখেছি
আর প্রতিপদে মানবতাক্ষয়ের শব্দ শুনেছি ৷
রাত্রি তোমার কাছে আজ আমি অনেক ঋনী
এ জীবনে কতো কিছুইনা শিখিয়েছো তুমি ৷
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast