ক্ষুদ্রাণু-২৩
দেখিয়াছি আমি তাহার রূপ,লিখেছি রূপকথায়
তুমি ফুল তুলে দিও রুমালে,আমার ঘুমন্ত কাঁথায়।
আকাশ থেকে চাঁদের সাথে মিলিয়ে যাবো তাঁরায়
ভুল করে যদি এসে পরো দেখিবে আছি দাঁড়ায়।
তুমি ফুল তুলে দিও রুমালে,আমার ঘুমন্ত কাঁথায়।
আকাশ থেকে চাঁদের সাথে মিলিয়ে যাবো তাঁরায়
ভুল করে যদি এসে পরো দেখিবে আছি দাঁড়ায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৬/০৬/২০২৩অনবদ্য
-
ডাঃঅলোক সরকার ৩১/০৭/২০২১সুন্দর অভিব্যক্তির গভীর অর্থবহ সৃষ্টি। খুব ভালো লাগলো। অভিনন্দন কবি।
-
এম. মাহবুব মুকুল ১৭/০৫/২০২১অসাধারণ। ধন্যবাদ।
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৪/২০২১ভালো।
-
ফয়জুল মহী ২৩/০৪/২০২১অনবদ্য উপস্থাপন।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৩/০৪/২০২১অভিব্যক্তি চমৎকার।