ক্ষুদ্রাণু-২২
একদিন একুশ শেষ হয়ে আইবো,তোর শর্ষে ফুলের বাইশ
সেই স্বপ্নের রূপকথা অতীতে,তুই আমায় ফেরত রেখে যাইস।
যতটুক পড়ে মনে,আগ্রহ জন্মায়নি এইধরাধমে আমিই হবো পতি,
সে যাই হোক,অতীত আমায় হাঁটতে শেখায় নিয়ে ল্যাম্বরগীনি গতি।
সেই স্বপ্নের রূপকথা অতীতে,তুই আমায় ফেরত রেখে যাইস।
যতটুক পড়ে মনে,আগ্রহ জন্মায়নি এইধরাধমে আমিই হবো পতি,
সে যাই হোক,অতীত আমায় হাঁটতে শেখায় নিয়ে ল্যাম্বরগীনি গতি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/০৪/২০২১good...
-
ফয়জুল মহী ২২/০৪/২০২১মুগ্ধকর ভালো লাগল । শুভ কামনা নিরন্তর ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২২/০৪/২০২১দারুণ লিখেছেন কবি। ধন্যবাদ লহো মোর।
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৪/২০২১ভালো।