ক্ষুদ্রাণু-২১
শাপেবর বরেশাপ, মাছ ভাতে ছিপ পাত!
আদর্শ খুলে দেখ, কত টুকু টক স্বাদ।
মিছে কলা চাঁচাছোলা, পিঠে নেই ছালা
চাদ দেখি দিনেরাতে, ঘরে নেই চালা।
মন্দা বিদেশি চাল, সুযোগের সুয়েজ খাল
চলো ফিরি রাত করে, চোখে কুয়াশার জাল।
আমি আর জানি না, চোখে দেখে চিনি না
হরেক রকম আলো, তবু এসব কোন খনি না।
আদর্শ খুলে দেখ, কত টুকু টক স্বাদ।
মিছে কলা চাঁচাছোলা, পিঠে নেই ছালা
চাদ দেখি দিনেরাতে, ঘরে নেই চালা।
মন্দা বিদেশি চাল, সুযোগের সুয়েজ খাল
চলো ফিরি রাত করে, চোখে কুয়াশার জাল।
আমি আর জানি না, চোখে দেখে চিনি না
হরেক রকম আলো, তবু এসব কোন খনি না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম. মাহবুব মুকুল ১৪/০৪/২০২১ছন্দ ছড়ায় অসাধারণ।। শুভ নববর্ষ ১৪২৮।
-
মোহাম্মদ দীদার হোসেন (দীদার মাসুদ) ২৮/০৩/২০২১অন্যরকম
-
বোরহানুল ইসলাম লিটন ২৭/০৩/২০২১একদম অসামান্য।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৬/০৩/২০২১লেখাটি মনোমুগ্ধকর।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৬/০৩/২০২১সুন্দর লেখা।
-
ইকরামুল শামীম ২৬/০৩/২০২১অসাধারণ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৫/০৩/২০২১ভালো
-
ফয়জুল মহী ২৪/০৩/২০২১দারুণ লেখনী দিয়েই মুগ্ধ করলেন প্রিয়
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/০৩/২০২১nice work!