ক্ষুদ্রাণু-২০
কলস ফেলে ফিরিবার নাহি জো'
ভাটা নেমে যাবে এবার হাত পা ধো'
বহিবে বাতাস কনকনে হিম শো শো'
এতকিছু হলো তুমি তবু বলে ফেললে তো!
অবাক নয়ন বসে গেছে গভীর কোঠরে
আমার ঠিকানায় আজ কোন ফুল ফোটেরে!
সুবাসিত ফোটা ফুল তুমি কই তবে ছোটরে?
কাঁচা গাড়ি হাই হিল তাই তুমি মোটরে!
ভাটা নেমে যাবে এবার হাত পা ধো'
বহিবে বাতাস কনকনে হিম শো শো'
এতকিছু হলো তুমি তবু বলে ফেললে তো!
অবাক নয়ন বসে গেছে গভীর কোঠরে
আমার ঠিকানায় আজ কোন ফুল ফোটেরে!
সুবাসিত ফোটা ফুল তুমি কই তবে ছোটরে?
কাঁচা গাড়ি হাই হিল তাই তুমি মোটরে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১২/০৪/২০২১বাঃ, বেশ!
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৬/০৩/২০২১অসম্ভব সুন্দর।
-
ফয়জুল মহী ১৪/০৩/২০২১কবিতাটি আগ্রহদীপ্ত হয়ে পড়লাম। মারভেলাস ।
-
আব্দুল আলিম ১৪/০৩/২০২১কবিতাটির ছন্দ অনেক সুন্দর