ক্ষুদ্রাণু-১৮
দু-চোখ যদি ফিরে যায় অতীতে তবে কাঁদে হিয়া ঝর্ণা গতি তে
আটলান্টার বরফ গলে হিংস্র মেজাজে,তুমি কি রহিয়াছো সতি তে!
বিদ্রুপ করো চিঠির ভাষায়, শুদ্ধ উচ্চারণে নিজে অতীব ভদ্রলোক
আমি তবু ভুল ধরি চিঠি, আমি কি তাই,হোক তবে ফাঁসি, তবে তাই হোক।
আটলান্টার বরফ গলে হিংস্র মেজাজে,তুমি কি রহিয়াছো সতি তে!
বিদ্রুপ করো চিঠির ভাষায়, শুদ্ধ উচ্চারণে নিজে অতীব ভদ্রলোক
আমি তবু ভুল ধরি চিঠি, আমি কি তাই,হোক তবে ফাঁসি, তবে তাই হোক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০১/০৩/২০২১অত্যন্ত হৃদয়গ্রাহী।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৮/০২/২০২১প্রকাশভঙ্গি চমৎকার।
-
রেদোয়ান আহমেদ ২৮/০২/২০২১বেদনা দায়ক
-
ফয়জুল মহী ২৮/০২/২০২১Excellent