ক্ষুদ্রাণু-১৭
জবা তুমি কৃষ্ণকলির খোঁপায় বিন্দু রও লালে
গরম উষ্ণতা অনুভব দ্রুত মিশে যাবে গহ্বরের কালে,
শীত কম্বলখানা তুলে রেখেছি মায়া ভাঙা ধসে
আমার পলেস্তারা পুরোটাই দেখো পরে গিয়েছে খসে।
গরম উষ্ণতা অনুভব দ্রুত মিশে যাবে গহ্বরের কালে,
শীত কম্বলখানা তুলে রেখেছি মায়া ভাঙা ধসে
আমার পলেস্তারা পুরোটাই দেখো পরে গিয়েছে খসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেদোয়ান আহমেদ ২৮/০২/২০২১মুগ্ধ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৭/০২/২০২১সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৬/০২/২০২১সুন্দরতম।
-
রেদোয়ান আহমেদ ২৬/০২/২০২১কি দারুণ উপলব্ধি।
-
ফয়জুল মহী ২৬/০২/২০২১অসাধারণ লেখায় মুগ্ধ প্রিয় কবি