ক্ষুদ্রাণু-১৬
তুমি করিবে বিষপান, নবউদ্দ্যমে ফিরে আসবে নতুন বান
চেয়ে রই উল্টিয়ে দু’চোখ, মিছরির দানার মত চকচকে শান,
কোথাও কেউ নেই, শোনা যায় না আত্মচিৎকার,রো রো কান্না,বনে
আমারও কেই নেই,যুগল রাত্তিরে অমাবশ্যা চেপে আছে, কেউ নেই মনে।
চেয়ে রই উল্টিয়ে দু’চোখ, মিছরির দানার মত চকচকে শান,
কোথাও কেউ নেই, শোনা যায় না আত্মচিৎকার,রো রো কান্না,বনে
আমারও কেই নেই,যুগল রাত্তিরে অমাবশ্যা চেপে আছে, কেউ নেই মনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৮/০২/২০২১অসাধারণ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৪/০২/২০২১দারুণ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৩/০২/২০২১চমৎকার লেখনী।
-
সাখাওয়াত হোসেন ২২/০২/২০২১নান্দনিক লেখনী হে কবি
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/০২/২০২১nice post
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২২/০২/২০২১দারুণ
-
ফয়জুল মহী ২২/০২/২০২১অনিন্দ্য সুন্দর ভাবনা