ক্ষুদ্রাণু-১৩
চাকায় জড়িয়ে থাকে ঘর্ষণের উত্তাপ,ভেতরটা অসীম ফাঁকা
কোথাও পিস্টন ক্ষয়ে যেতে দেখে,মামুলি কদম হয়ে গেল বাঁকা,
পটাশের গন্ধ নাকে ভাসে বলে,অনিশ্চিত হৃদক্রিয়া সিগন্যালে বিকল
মানবতা কাঁদে নোনা জলে ঝরে, গোমড়ামুখে আক্ষেপ পোড়াই সকল।
কোথাও পিস্টন ক্ষয়ে যেতে দেখে,মামুলি কদম হয়ে গেল বাঁকা,
পটাশের গন্ধ নাকে ভাসে বলে,অনিশ্চিত হৃদক্রিয়া সিগন্যালে বিকল
মানবতা কাঁদে নোনা জলে ঝরে, গোমড়ামুখে আক্ষেপ পোড়াই সকল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৭/০২/২০২১মুগ্ধতায় শুভেচ্ছা অবিরাম।
-
ফয়জুল মহী ১৬/০২/২০২১ভালো লাগলো শুভ কামনা অবিরত।