ক্ষুদ্রাণু-১২
ঘুরে বেড়াবো তোর মেঘে,ঝরে যাবো হয়ে বজ্রপাত
প্রতিযশা কুল রমণী পঞ্চায়েত বিচারে করেছে বেত্রাঘাত,
সিথির সিঁদুরে কালি মেখে তুই গরজে উঠিলি ফুরিয়ে বেলা
কোন দুয়ারে ভিক্ষা মাঙো আজ সয়ে বিষমাত্রা অবহেলা।
প্রতিযশা কুল রমণী পঞ্চায়েত বিচারে করেছে বেত্রাঘাত,
সিথির সিঁদুরে কালি মেখে তুই গরজে উঠিলি ফুরিয়ে বেলা
কোন দুয়ারে ভিক্ষা মাঙো আজ সয়ে বিষমাত্রা অবহেলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৬/০২/২০২১অসামান্য প্রিয় কবি।
-
আনাস খান ১৫/০২/২০২১the mind was touched
-
ফয়জুল মহী ১৫/০২/২০২১সুনিপুণ লেখা।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৫/০২/২০২১excellent work