ক্ষুদ্রাণু-৮
কলোতান কি, জানো তুমি নতুন মন?
আমি জানি তুমি সে আমার কোন জন।
ভাবিতে ভাবিতে তোমারে দেখি হৃদ কিনারায়,
জানিনে দু'মন মিশিতে আছে কি কোন,অবাক অন্তরায়!
আমি জানি তুমি সে আমার কোন জন।
ভাবিতে ভাবিতে তোমারে দেখি হৃদ কিনারায়,
জানিনে দু'মন মিশিতে আছে কি কোন,অবাক অন্তরায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১১/০২/২০২১খুব সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ১০/০২/২০২১মনোহরণ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১০/০২/২০২১sweet
-
ফয়জুল মহী ১০/০২/২০২১এক নৈসর্গিক প্রকাশ।