ক্ষুদ্রাণু-৬
সখি জানো তুলার দামে হীরা বিক্রি হয়, হলে সন্ধ্যাে
এই দিনরাত্রি স্বপ্নে, আমি মরি আমি বাঁচি তার গন্ধে।
ঘাম শুকিয়ে মেশক হয়েছিলো নীলাম্বরী বসনে কামিজ
ঘায়ে ঘায়ে বেত্রাঘাত আজি, শুকিয়ে গেছে নখ প্রমিজ!
এই দিনরাত্রি স্বপ্নে, আমি মরি আমি বাঁচি তার গন্ধে।
ঘাম শুকিয়ে মেশক হয়েছিলো নীলাম্বরী বসনে কামিজ
ঘায়ে ঘায়ে বেত্রাঘাত আজি, শুকিয়ে গেছে নখ প্রমিজ!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াত হোসেন ০৯/০২/২০২১চমৎকার রচনাশৈলী হে কবি।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/০২/২০২১Nice
-
ফয়জুল মহী ০৯/০২/২০২১চমৎকার
-
ন্যান্সি দেওয়ান ০৯/০২/২০২১Bah
-
বোরহানুল ইসলাম লিটন ০৯/০২/২০২১বেশ হৃদয়গ্রাহী।
-
আলমগীর সরকার লিটন ০৯/০২/২০২১বেশ ছন্দময় -------