ক্ষুদ্রাণু-৫
আজ নাকি ডে হয়ে গেছে,প্রেমিকের কাছে প্রপোজ,
বালিকার মা অন্ধ প্রতিম,দিয়ে গেছে বাসায় শোকজ।
তাহার মনে তবু ভাসিবার লাগি, দিন করি যে যাপন
ডে দিয়ে কি আসে যায় আমার, তুমি যদি হও আপন!
বালিকার মা অন্ধ প্রতিম,দিয়ে গেছে বাসায় শোকজ।
তাহার মনে তবু ভাসিবার লাগি, দিন করি যে যাপন
ডে দিয়ে কি আসে যায় আমার, তুমি যদি হও আপন!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৮/০২/২০২১সুন্দর কবিতার জন্য শুভ কামনা।
-
ফয়জুল মহী ০৮/০২/২০২১Wonderful writen
-
Biswanath Banerjee ০৮/০২/২০২১good