ক্ষুদ্রাণু-৪
ওহে ফুল, তুই কার খোপায় গিয়ে তুমি হও?
ওহে ফুল, তুই কোন সুরে ভালোবাসি আমায় কও?
ওহে ফুল, আজ দিবস মেখে কেন প্রেয়সীর পানে চেয়ে রও?
ওহে ফুল, নিস্তব্ধ রাতে কার সুবাস নিয়ে আমার প্রানে ব'ও?
ওহে ফুল, তুই কোন সুরে ভালোবাসি আমায় কও?
ওহে ফুল, আজ দিবস মেখে কেন প্রেয়সীর পানে চেয়ে রও?
ওহে ফুল, নিস্তব্ধ রাতে কার সুবাস নিয়ে আমার প্রানে ব'ও?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০৮/০২/২০২১খুব সুন্দর
-
ফয়জুল মহী ০৭/০২/২০২১Excellent writen