ক্ষুদ্রাণু-৩
তুমি জানো পৃথিবী আমায় চেনে না আজ এই শতাব্দীতে
পরেছিলাম প্রেমে এক রমনীর,আজ হয়েছে ক্রন্দন গীতে!
এই কুয়াশায় চির ধরে নি,যতটা গুছিয়ে নিয়েছি নিজেকে এই শীতে,
প্রেম স্বাদ সব জন্ডিসে ধরেছে, আশপাশটাই গন্ধ রং মিলিয়ে সব তিতে।
পরেছিলাম প্রেমে এক রমনীর,আজ হয়েছে ক্রন্দন গীতে!
এই কুয়াশায় চির ধরে নি,যতটা গুছিয়ে নিয়েছি নিজেকে এই শীতে,
প্রেম স্বাদ সব জন্ডিসে ধরেছে, আশপাশটাই গন্ধ রং মিলিয়ে সব তিতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম. মাহবুব মুকুল ০৭/০২/২০২১অসাধারণ।
-
আলমগীর সরকার লিটন ০৭/০২/২০২১চমৎকার
-
ফয়জুল মহী ০৬/০২/২০২১মনোরম ও মহনীয় উপস্থাপন