ক্ষুদ্রাণু-২
চলো ফিরে যাই কোমায়, বীরদর্পে
আমায় আরেকটাবার কাটিয়াছে মনুষ্য সর্পে।
যদি বেঁচে থাকি তবে বাঁচিবো কাহার তরে,
বিকেল নাগাদ কোনদিন দেখিও,যদি কবরে বকুল ঝরে!
আমায় আরেকটাবার কাটিয়াছে মনুষ্য সর্পে।
যদি বেঁচে থাকি তবে বাঁচিবো কাহার তরে,
বিকেল নাগাদ কোনদিন দেখিও,যদি কবরে বকুল ঝরে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এম হোসেন ০৭/০২/২০২১সেই সুন্দর
-
আলমগীর সরকার লিটন ০৬/০২/২০২১খুব সুন্দর
-
ফয়জুল মহী ০৫/০২/২০২১অসাধারণ ভাবে রচিত ।