বউ
তাগড়া হয়েছে খোকা;
দাড়ি,মোছ আর বিবেকেও।
একটা সংসার পাতাবে কৃষ্ণচুড়ায় যেমন দ্বৈপায়ন হয় তেমন,
লবন মিশ্রিত হয়ে স্বাদে পরিপূর্ণ এখন,বয়স ঠিক ২৫ পেরিয়ে!
রূহের জগতে যে অপারেশন হয়েছিল খোকার,তার ব্যথাটা এখন চিন চিন করে জাগে,
এ এক অদ্ভুত সার্জারী,এর উদ্বোধক ঐ মহান ডাক্তার।
খোকা বলা ছেলেটি আজ যুবক যে,
আজ অনেক মায়ায় পতিত হয়,নেশায় ধরে,নির্লজ্জ হয়;
হাবুডুবু খায় চোখ,চুল আর ঠোঁটের চুম্বকে!
তুমি কি সেই অর্ধাঙ্গী?
আমার বুক ছটফট করে,শরীরে অস্থিরতা বাড়ে,জিব লালাসিক্ত হয়,
এ কোন প্রেম রে বউ,এ কোন ঝড়!
আমায় স্রোতে ভাসিয়ে নিয়ে গেল লোলুপ ভাষাণ চরে।
বুকে পশম জেগেছে, দূর্বাঘাস;
নিমিত্তে ধর্ম চায় এভাবেই প্রেমে পড়ুক।
আমি দাঁতে দাঁত চেপে কিটমিট করি, আমি ভালোবাসা গিলে খাই, আমি শব্দ করে হাসি, আমি মধ্যরাতে জেগে উঠি,আমি চুপিচুপি দু'টো সাদা বেড়ালের আলিঙ্গন দেখি!
আমি ভাবি পানি থই থই,
ঘোমটা লুকানো পালকির আসরে
এত সানাইয়ের সুর,হৃদে কম্প বাড়ায়।
প্রথম দেখায় আমি লজ্জা পাবো, তবুও চোখে তাকিয়ে মরে যাবো, সত্যি মরে যাবো!
জন্মের আগে যে পাজর করেছ চুরি, আমি যে হন্যি হয়ে খুঁজেছি এতকাল
আমি পাইনি, পাইনি তা!
শূন্যতা নিয়ে বাঁচা যায়?
আমি বেঁচে ছিলেম এর অপেক্ষায়, আজ জোড়া লেগেছে পাজর,নৌকায় লেগেছে পাল, আজ আমার বাসর।
আমার হাড় আজ দখলে আবার, আমার পাশে জোড়া লাগতে নিথর।
অন্ধকার ঘর,টিপটিপ বুকের আওয়াজ;
ঘোমটা পরিহিতা এই রমনী আমার পাজর,আমার বউ।
নিরিবিলি, নবীনগর
৪-৬-২০২০
দাড়ি,মোছ আর বিবেকেও।
একটা সংসার পাতাবে কৃষ্ণচুড়ায় যেমন দ্বৈপায়ন হয় তেমন,
লবন মিশ্রিত হয়ে স্বাদে পরিপূর্ণ এখন,বয়স ঠিক ২৫ পেরিয়ে!
রূহের জগতে যে অপারেশন হয়েছিল খোকার,তার ব্যথাটা এখন চিন চিন করে জাগে,
এ এক অদ্ভুত সার্জারী,এর উদ্বোধক ঐ মহান ডাক্তার।
খোকা বলা ছেলেটি আজ যুবক যে,
আজ অনেক মায়ায় পতিত হয়,নেশায় ধরে,নির্লজ্জ হয়;
হাবুডুবু খায় চোখ,চুল আর ঠোঁটের চুম্বকে!
তুমি কি সেই অর্ধাঙ্গী?
আমার বুক ছটফট করে,শরীরে অস্থিরতা বাড়ে,জিব লালাসিক্ত হয়,
এ কোন প্রেম রে বউ,এ কোন ঝড়!
আমায় স্রোতে ভাসিয়ে নিয়ে গেল লোলুপ ভাষাণ চরে।
বুকে পশম জেগেছে, দূর্বাঘাস;
নিমিত্তে ধর্ম চায় এভাবেই প্রেমে পড়ুক।
আমি দাঁতে দাঁত চেপে কিটমিট করি, আমি ভালোবাসা গিলে খাই, আমি শব্দ করে হাসি, আমি মধ্যরাতে জেগে উঠি,আমি চুপিচুপি দু'টো সাদা বেড়ালের আলিঙ্গন দেখি!
আমি ভাবি পানি থই থই,
ঘোমটা লুকানো পালকির আসরে
এত সানাইয়ের সুর,হৃদে কম্প বাড়ায়।
প্রথম দেখায় আমি লজ্জা পাবো, তবুও চোখে তাকিয়ে মরে যাবো, সত্যি মরে যাবো!
জন্মের আগে যে পাজর করেছ চুরি, আমি যে হন্যি হয়ে খুঁজেছি এতকাল
আমি পাইনি, পাইনি তা!
শূন্যতা নিয়ে বাঁচা যায়?
আমি বেঁচে ছিলেম এর অপেক্ষায়, আজ জোড়া লেগেছে পাজর,নৌকায় লেগেছে পাল, আজ আমার বাসর।
আমার হাড় আজ দখলে আবার, আমার পাশে জোড়া লাগতে নিথর।
অন্ধকার ঘর,টিপটিপ বুকের আওয়াজ;
ঘোমটা পরিহিতা এই রমনী আমার পাজর,আমার বউ।
নিরিবিলি, নবীনগর
৪-৬-২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মু,সায়েম আহমাদ। ০৫/০৬/২০২০সুন্দর!👌
-
বোরহানুল ইসলাম লিটন ০৫/০৬/২০২০বেশ ভালো লেগেছে প্রিয় কবি।
-
ফয়জুল মহী ০৪/০৬/২০২০Excellent
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৬/২০২০বাঃ