অপরাধ হয়ে গেল
আমি একবার হাই তুলে উঠে বসলাম,দেখলাম বেঁচে আছি!
আমার অপরাধ হয়ে গেলো;
কেন আমি সূর্যকে দেখলাম না অঙ্কুরে,গুরুতর অভিযোগ খন্ডাতে না পেরে এবারের মত নিদ্রা গেলাম না আর!
আমি আজ সূর্যকে দেখলাম, খুব দ্রুত বিচ্ছুরিত হলো,নিজেকে দান করে দিলো পরকে ভালোবেসে।
গুরুগম্ভীর মন, জানে উহা______কোন জন
হিতাহিত জ্ঞান____সীমিত হলেও প্রয়োজন!
বুঝবে কি সে,বিবেক যে দূর যোজন যোজন!
আমি একবার ঘরের খিল লাগিয়ে নীরব হলাম,যাহা অপ্রেমিক শব্দবিভ্রম!
আমার অপরাধ হয়ে গেল;
কেন আমি গুড়ুম আওয়াজে কেঁপে উঠিনি,বিজলিবাতিতে তার রূপ,রূপার থালায় জমা করি নি,শেষাংশে বৃষ্টি দেখিনি;গুরুতর অবজ্ঞা!
আমি হপ্তাহ নাগাদ খোলা ছাঁদে বসে রইলাম;শব্দ,আলো,পানিতে নিগৃহীত হলাম।
গুরুগম্ভীর মন, জানে উহা______কোন জন
হিতাহিত জ্ঞান____সীমিত হলেও প্রয়োজন!
বুঝবে কি সে,বিবেক যে দূর যোজন যোজন!
আমি একবার তাকে ভালোবাসি,না বলে ঘুমিয়ে গেছিলাম,চোখের অতিসাহস!
আমার অপরাধ হয়ে গেল;
সে আমার অপেক্ষায় ছিলো,স্পর্ধা কত! আমায় ভালোবাসি বলাতে বাধ্য করলো,এতোটাই যে, সে চোখরাঙানী দিলো চেরনোবিল সৃষ্টি হলো সমস্ত আবেশে।
আমার বসবাস থেমে গেল,বেঁচে থাকা উবে গেল আর রাত-দিন সমকামী হয়ে গেল।
আমি দেখলাম পারমানবিক ধোঁয়া হয়ে উড়ছি!
গুরুগম্ভীর মন, জানে উহা______কোন জন
হিতাহিত জ্ঞান____সীমিত হলেও প্রয়োজন!
বুঝবে কি সে,বিবেক যে দূর যোজন যোজন!
আমি একবার বহুদিন পর চোখ লাগিয়েছি;কালের নিদ্রা গেলাম!
আমার অপরাধ হয়ে গেল;
না! দেখলাম,এবার আর কেউ অপরাধ হয়েছে বলে চিৎকার করে নি, দেখলাম কোথাও কেউ নেই, দেখলাম কিছু হিসেবের সারাংশ!
ফলাফল দেখি নি তবুও নিজেই বললাম ভীষণ অপরাধ হয়ে গেছে, ভীষণ! ভীষণ!!
নিরিবিলি,নবীনগর
২-৬-২০২০
আমার অপরাধ হয়ে গেলো;
কেন আমি সূর্যকে দেখলাম না অঙ্কুরে,গুরুতর অভিযোগ খন্ডাতে না পেরে এবারের মত নিদ্রা গেলাম না আর!
আমি আজ সূর্যকে দেখলাম, খুব দ্রুত বিচ্ছুরিত হলো,নিজেকে দান করে দিলো পরকে ভালোবেসে।
গুরুগম্ভীর মন, জানে উহা______কোন জন
হিতাহিত জ্ঞান____সীমিত হলেও প্রয়োজন!
বুঝবে কি সে,বিবেক যে দূর যোজন যোজন!
আমি একবার ঘরের খিল লাগিয়ে নীরব হলাম,যাহা অপ্রেমিক শব্দবিভ্রম!
আমার অপরাধ হয়ে গেল;
কেন আমি গুড়ুম আওয়াজে কেঁপে উঠিনি,বিজলিবাতিতে তার রূপ,রূপার থালায় জমা করি নি,শেষাংশে বৃষ্টি দেখিনি;গুরুতর অবজ্ঞা!
আমি হপ্তাহ নাগাদ খোলা ছাঁদে বসে রইলাম;শব্দ,আলো,পানিতে নিগৃহীত হলাম।
গুরুগম্ভীর মন, জানে উহা______কোন জন
হিতাহিত জ্ঞান____সীমিত হলেও প্রয়োজন!
বুঝবে কি সে,বিবেক যে দূর যোজন যোজন!
আমি একবার তাকে ভালোবাসি,না বলে ঘুমিয়ে গেছিলাম,চোখের অতিসাহস!
আমার অপরাধ হয়ে গেল;
সে আমার অপেক্ষায় ছিলো,স্পর্ধা কত! আমায় ভালোবাসি বলাতে বাধ্য করলো,এতোটাই যে, সে চোখরাঙানী দিলো চেরনোবিল সৃষ্টি হলো সমস্ত আবেশে।
আমার বসবাস থেমে গেল,বেঁচে থাকা উবে গেল আর রাত-দিন সমকামী হয়ে গেল।
আমি দেখলাম পারমানবিক ধোঁয়া হয়ে উড়ছি!
গুরুগম্ভীর মন, জানে উহা______কোন জন
হিতাহিত জ্ঞান____সীমিত হলেও প্রয়োজন!
বুঝবে কি সে,বিবেক যে দূর যোজন যোজন!
আমি একবার বহুদিন পর চোখ লাগিয়েছি;কালের নিদ্রা গেলাম!
আমার অপরাধ হয়ে গেল;
না! দেখলাম,এবার আর কেউ অপরাধ হয়েছে বলে চিৎকার করে নি, দেখলাম কোথাও কেউ নেই, দেখলাম কিছু হিসেবের সারাংশ!
ফলাফল দেখি নি তবুও নিজেই বললাম ভীষণ অপরাধ হয়ে গেছে, ভীষণ! ভীষণ!!
নিরিবিলি,নবীনগর
২-৬-২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৬/২০২০বেশ ভাবনা।
-
নাসরীন আক্তার রুবি ০২/০৬/২০২০চমৎকার প্রকাশ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০২/০৬/২০২০বেশ...
-
ফয়জুল মহী ০২/০৬/২০২০মনোরম লেখনী