www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

খোঁয়াড়ের জ্বরে-কর্তা ধুঁকে মরে

খোঁয়াড়ে গরুর জ্বর,মালকিনীর নেইতো ঘর,পারলে হাঁড়ি ফুটো করে ঝর্ণা বহায় গাভীর লোম'কপালে,
এই জ্বর তো গোয়াল ঘরে নয়,গৃহিণীর থেকে ছোঁয়াচে হয়ে কর্তার সারা শরীরে!আসে সকাল থেকে বিকেলে।
খোকাখুকি উপোস যায় বোবা পশুটি না নামিলে নর্দমায়,
কে বুঝিবে তবু জ্বরে তুই কাবু,বোবা অপ্রকাশিত আর্তনায়।
হালের পাচনি আজ তুলে রেখেছে রাখালে,
বর্ষার থৈ থৈ আবেশ নাহি মিলে হালচাষে সকালে।
হাকডাক নেই তবু,করিম থেকে সবু,পান্তা-মরিচে একালে
লাঙল-জোয়াল রেখে বা'জি,রাখাল ফিরছে আজি, দায়সারা অলক্ষুণে বিকালে।
সময় আসিলো বলিয়া মাঠ ঘাট মইয়ে ডলিয়া করিতে হইবে প্রস্তুত,
মাতৃকা খাবে কি এই চিন্তায় মগ্ন চাষী,পায়না ধান,চাল,ডালের দাম! কি অদ্ভুত!!
জীবন যে বহে লাঙলের ফলায়,গোয়াল ঘরে জ্বর,একি!
এত ঝড়বৃষ্টি,ফলা উঠিলো ঘরে,কেউকি তাকিয়ে দেখি?
ওহে কর্তা,তোর যে গোয়াল ঘরে এখনো কমেনি তাপ কে শুধাবে তাহা জ'নে,
জমিদার মহাবাবু;তোরে যে করিবে কাবু,উদাসী হইবি কি বনে?
এ কথন নয়তো নূতন, ওহে মালকিন! কে শুধাবে তাহা কা'রে!
কর্তা বলেছিনু আনমনে,এভাবে কি আর আমার দায়সারে!
জমিন রহিবে ডাঙা হয়ে,যাবে খিল;পাট,ডাল আর ধানে,
বোবা গরু বুঝুিল না এই অভাগা জীবনের মানে!









স্টারলিং লন্ড্রী লিমিটেড
২৭-৫-২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast