বিবাহ বিভ্রাট
সেই ছোট্ট খোকাখুকির গতানুগতিক জীবনের অবসান ঘটবে একটা রাতে,
অমাবস্যার অন্ধকারে ডুবে থাকুক পৃথিবী এ চাওয়া গসিপ হয়ে যায় প্রথা ভিটের কানায় কানায়,
কৃত্রিম'তা হয়ে উঠুক রঙিন!
একটা বিশাল হাট বসবে আলোয় প্রজ্জ্বলিত ধুমকেতুর আবির্ভাবে।
ঘটে যাবে চাঁদপাহাড়ে একটা জোছনাঘরের অপমৃত্যু, হাজারো বিষন্নতা কাঁপাবে পৌষ,
কার্তিকে খেলা হবে চাঁদের সাথে রমরমা লালসার, ব্যবসায় একঝাক কৃত্রিম জোছনার হাকডাক বাড়বে,
নেমে যাবে হারানো সুড়ঙ্গে শীতের বুড়ি,বৃষ্টির ঝুপ,তবুও থেকে যাবে তোমার সামান্য অপরাগতা আমস্বত্বের মত ।
সমস্ত আবেগ তোমার কাছে ভোতা,শুষ্ক সব অনুভূতি,আর্তনাদ হয়ে গেল উপহাস!
স্বর্গবাসী আমি,কালো হয়ে আসছে আয়ুর রেখা,কুয়াশায় ঘেরা পৃথিবী জীবনের ছন্দ থামিয়ে দেয় তবুও আড়ালে একটা প্রশান্তি,তোমার মুখ।
কবি এত কিছু ভেবে ছিল তার একাকীত্বের অবসানে কিন্তু বেঁচে থাকতে হলো তোমার কপালের লালটিপে।
এই ভাবনা তোমার মন সেঁচে ফেলে দেয় রঙিন চাঁদের উদয়ে,
তুমি ভেবেছ তুমি অবিবাহিত থেকে বিবাহিত উষ্ণ রমনী হবে,রোদ উঠবে সামান্য বৃষ্টি ঝড়বে,খেঁকশিয়ালেরও বিয়ে হবে,
সমান আনন্দ কাক,পক্ষিণী আর মানুষের মাচায়,কবির ঘুম নামবে না চোখে!
তোমার নিশ্চয়ই বিবাহ হবে, প্রেমিক ছেলেটি মৃত হবে।
স্টারলিং লন্ড্রী লিমিটেড
২১-৫-২০২০
অমাবস্যার অন্ধকারে ডুবে থাকুক পৃথিবী এ চাওয়া গসিপ হয়ে যায় প্রথা ভিটের কানায় কানায়,
কৃত্রিম'তা হয়ে উঠুক রঙিন!
একটা বিশাল হাট বসবে আলোয় প্রজ্জ্বলিত ধুমকেতুর আবির্ভাবে।
ঘটে যাবে চাঁদপাহাড়ে একটা জোছনাঘরের অপমৃত্যু, হাজারো বিষন্নতা কাঁপাবে পৌষ,
কার্তিকে খেলা হবে চাঁদের সাথে রমরমা লালসার, ব্যবসায় একঝাক কৃত্রিম জোছনার হাকডাক বাড়বে,
নেমে যাবে হারানো সুড়ঙ্গে শীতের বুড়ি,বৃষ্টির ঝুপ,তবুও থেকে যাবে তোমার সামান্য অপরাগতা আমস্বত্বের মত ।
সমস্ত আবেগ তোমার কাছে ভোতা,শুষ্ক সব অনুভূতি,আর্তনাদ হয়ে গেল উপহাস!
স্বর্গবাসী আমি,কালো হয়ে আসছে আয়ুর রেখা,কুয়াশায় ঘেরা পৃথিবী জীবনের ছন্দ থামিয়ে দেয় তবুও আড়ালে একটা প্রশান্তি,তোমার মুখ।
কবি এত কিছু ভেবে ছিল তার একাকীত্বের অবসানে কিন্তু বেঁচে থাকতে হলো তোমার কপালের লালটিপে।
এই ভাবনা তোমার মন সেঁচে ফেলে দেয় রঙিন চাঁদের উদয়ে,
তুমি ভেবেছ তুমি অবিবাহিত থেকে বিবাহিত উষ্ণ রমনী হবে,রোদ উঠবে সামান্য বৃষ্টি ঝড়বে,খেঁকশিয়ালেরও বিয়ে হবে,
সমান আনন্দ কাক,পক্ষিণী আর মানুষের মাচায়,কবির ঘুম নামবে না চোখে!
তোমার নিশ্চয়ই বিবাহ হবে, প্রেমিক ছেলেটি মৃত হবে।
স্টারলিং লন্ড্রী লিমিটেড
২১-৫-২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে এম শাহ্ রিয়ার ২২/০৫/২০২০চমৎকার!
-
স্বপন রোজারিও (মাইকেল) ২২/০৫/২০২০চমৎকার হয়েছে।
-
ইসলাম শফিকুল ২১/০৫/২০২০বাহ্
-
ইতি হালদার ২১/০৫/২০২০অসাধারন লেখা ।
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৫/২০২০ভালো।
-
ফয়জুল মহী ২১/০৫/২০২০উদারতা এবং ভালোবাসা পারে সুন্দর পৃথিবী দিতে। নিজের সাহায্য করার সামর্থ্য না থাকে অন্যকে হলেও উদ্ধত করা উচিত।