আফসানা আরিশা
হাঁড়ি কন্যা দেবে বন্যা,পূর্বাভাস কই
পরিচয় হোক যথাতথা,এক্কেরে সই,
নাওয়ের ডগায় হাত উঁচিয়ে,আমায় নিবি ছই'য়ে
গল্পকথার কল্পকথা মিলিয়ে দিলাম বই'য়ে।
রপ্ত তোমার তপ্ত দুপুর, বিকেল বেলার চুপ
এগিয়ে গিয়ে একটা সময় দিলাম বড়ই ঝুপ,
কলের পানির নোনতা বানে,তৃষ্ণা গেল উবে
বন্ধু তোমার পাতায় নিলাম,লিখতে যাবো সবে।
মিষ্টি অতি,সৃষ্টি যতি,ভ্রম মতি, বাড়বে গতি মনে
আবোল তাবোল তবলা বাজে বন্ধু তোমার সনে,
কথার রানী, মোমাছিতে সাদৃশ আছে বনে
লিখবো কি'তা তোমায় নিয়ে ভাবছি আমি এক্ষণে।
দিনগুলি সব সাজনে ছিলো, বাগানটাতেই গোলাপ
দীর্ঘ হোক যোগাযোগ পথ,তবু বাড়তে থাকুক আলাপ,
নীরবে মোরা বলতেই পারি, নাট্যালাপের সংলাপ
তুমি বন্ধু ভালোই থেকো,এ যে কবির মননিষ্ঠ প্রলাপ।
লুকানো থাকুক বহুদূর খাম,অল্পস্বল্প প্রকাশ
নীলে নীলে দেখো ছেয়ে আছে আজ বহদূর আকাশ,
তৃপ্ত হৃদয়ে ঝড়ুক পড়ুক বৃষ্টি বারিশা
তুমি সেই আফসানা আরিশা। 😘
বিঃদ্রঃ এই কবিতাটা আমার এক মেয়ে বন্ধুকে উৎসর্গ করে লেখা। সে চেয়েছিল তাকে নিয়ে যেন একটা কবিতা লিখি।
নিরিবিলি, নবীনগর
১৫-৫-২০২০
পরিচয় হোক যথাতথা,এক্কেরে সই,
নাওয়ের ডগায় হাত উঁচিয়ে,আমায় নিবি ছই'য়ে
গল্পকথার কল্পকথা মিলিয়ে দিলাম বই'য়ে।
রপ্ত তোমার তপ্ত দুপুর, বিকেল বেলার চুপ
এগিয়ে গিয়ে একটা সময় দিলাম বড়ই ঝুপ,
কলের পানির নোনতা বানে,তৃষ্ণা গেল উবে
বন্ধু তোমার পাতায় নিলাম,লিখতে যাবো সবে।
মিষ্টি অতি,সৃষ্টি যতি,ভ্রম মতি, বাড়বে গতি মনে
আবোল তাবোল তবলা বাজে বন্ধু তোমার সনে,
কথার রানী, মোমাছিতে সাদৃশ আছে বনে
লিখবো কি'তা তোমায় নিয়ে ভাবছি আমি এক্ষণে।
দিনগুলি সব সাজনে ছিলো, বাগানটাতেই গোলাপ
দীর্ঘ হোক যোগাযোগ পথ,তবু বাড়তে থাকুক আলাপ,
নীরবে মোরা বলতেই পারি, নাট্যালাপের সংলাপ
তুমি বন্ধু ভালোই থেকো,এ যে কবির মননিষ্ঠ প্রলাপ।
লুকানো থাকুক বহুদূর খাম,অল্পস্বল্প প্রকাশ
নীলে নীলে দেখো ছেয়ে আছে আজ বহদূর আকাশ,
তৃপ্ত হৃদয়ে ঝড়ুক পড়ুক বৃষ্টি বারিশা
তুমি সেই আফসানা আরিশা। 😘
বিঃদ্রঃ এই কবিতাটা আমার এক মেয়ে বন্ধুকে উৎসর্গ করে লেখা। সে চেয়েছিল তাকে নিয়ে যেন একটা কবিতা লিখি।
নিরিবিলি, নবীনগর
১৫-৫-২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০৫/২০২০
-
ফয়জুল মহী ১৫/০৫/২০২০নান্দনিক লেখনী ।l
বেশ লাগলো।