তুমি আমায় নিলে
তুমি আমায় নিলে,শষ্যের মাদলে দুলতে
তুমি আমায় নিলে,কলাই ডগার শিশিরে ভিজতে
তুমি আমায় নিলে,পাহাড়ে ঝর্ণাধারায় ফিরতে
তুমি আমায় নিলে,সাগরের গর্জনে ভিড়তে
তুমি নিলে বাথটবের বন্দী গোলাপ জল,
তুমি দেখনি ছল ছল চোখের প্রেমিকের জল।
তুমি আমায় নিলে,মাটির বাসনে বৈশাখী হতে
তুমি আমায় নিলে,মাটির ঘরের ঘরনি হতে
তুমি আমায় নিলে,কাঁদামাটির মানুষ হতে
তুমি আমায় নিলে,নরম মাটিতে গড়া প্রতিমা হতে
তুমি নিলে মস্ত বড় বদ্ধ দালান ঘর,
কাঁদামাটি-পোড়ামাটির ব্যবধানে হয়ে গেলাম পর।
তুমি আমায় নিলে,হুট তোলা রিকাশায় ঘুরতে
তুমি আমায় নিলে,মুক্ত পাখির মতন উড়তে
তুমি আমায় নিলে,খোলা এক তেপান্তরে ছুটতে
তুমি আমায় নিলে,সদ্য কলি হয়ে ফুটতে
তুমি নিলে চাকচিক্য মোড়ানো সুখ,
আমার একাকিত্বে রয়ে গেলে,হয়ে প্রিয় অসুখ।
তুমি আমায় নিলে,দেখতে পেতে মধ্যে রাতের চাঁদ
তুমি আমায় নিলে,উপভোগ্য হতো ভালোবাসা স্বাধ
তুমি আমায় নিলে,হয়তো মরুতে ঝড়তো বৃষ্টি
তুমি আমায় নিলে,নতুন করে হতো প্রেমের সৃষ্টি
তুমি নিলে রৌদ্রজ্বল দুপুর
আমায় দিলে বিষন্নতার সুর।
নবীনগর, সাভার।
২-৫-২০২০
তুমি আমায় নিলে,কলাই ডগার শিশিরে ভিজতে
তুমি আমায় নিলে,পাহাড়ে ঝর্ণাধারায় ফিরতে
তুমি আমায় নিলে,সাগরের গর্জনে ভিড়তে
তুমি নিলে বাথটবের বন্দী গোলাপ জল,
তুমি দেখনি ছল ছল চোখের প্রেমিকের জল।
তুমি আমায় নিলে,মাটির বাসনে বৈশাখী হতে
তুমি আমায় নিলে,মাটির ঘরের ঘরনি হতে
তুমি আমায় নিলে,কাঁদামাটির মানুষ হতে
তুমি আমায় নিলে,নরম মাটিতে গড়া প্রতিমা হতে
তুমি নিলে মস্ত বড় বদ্ধ দালান ঘর,
কাঁদামাটি-পোড়ামাটির ব্যবধানে হয়ে গেলাম পর।
তুমি আমায় নিলে,হুট তোলা রিকাশায় ঘুরতে
তুমি আমায় নিলে,মুক্ত পাখির মতন উড়তে
তুমি আমায় নিলে,খোলা এক তেপান্তরে ছুটতে
তুমি আমায় নিলে,সদ্য কলি হয়ে ফুটতে
তুমি নিলে চাকচিক্য মোড়ানো সুখ,
আমার একাকিত্বে রয়ে গেলে,হয়ে প্রিয় অসুখ।
তুমি আমায় নিলে,দেখতে পেতে মধ্যে রাতের চাঁদ
তুমি আমায় নিলে,উপভোগ্য হতো ভালোবাসা স্বাধ
তুমি আমায় নিলে,হয়তো মরুতে ঝড়তো বৃষ্টি
তুমি আমায় নিলে,নতুন করে হতো প্রেমের সৃষ্টি
তুমি নিলে রৌদ্রজ্বল দুপুর
আমায় দিলে বিষন্নতার সুর।
নবীনগর, সাভার।
২-৫-২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ নাসিদুল ইসলাম ০৪/০৫/২০২০ছন্দে ছন্দে পাগল হলাম
-
সাইয়িদ রফিকুল হক ০২/০৫/২০২০অনুরাগের বৃষ্টি!
-
স্বপন রোজারিও (মাইকেল) ০২/০৫/২০২০Outstanding performance.
-
ফয়জুল মহী ০২/০৫/২০২০সৃজনশীল লেখা।