www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটা ছোট গল্প

একটা ছোট গল্প!
ছবি কাহিনীর মত, সাপে কাটা নায়ক অথবা নায়িকাকে ভেলায় ভাসিয়ে দিয়ে পূনরায় ফিরে পাওয়ার অপেক্ষা,
আমি শুধুমাত্র ব্যতিক্রমি হয়ে উঠেছি, ভেলায় ঠিকই ভাসাইয়াছি,
তবে ভালোবাসাকে নতুন রুপে,নতুন কারো মাঝে খুঁজে পাবো বলে।
পন করেছি,তাকে তোমার জায়গাটাটুকু পুরোটাই দিয়ে দিবো,তোমার অস্তিত্ব পুরিয়ে দিয়ে নতুন ঘর তুলবো,
বরং তোমার অবর্তমানে তার জন্য নতুন জায়গা কিনেছি
নতুন ঘরের সামনে ফুলের বাগান তার জন্য।

একটা ছোট গল্প!
বিকেল দেখেছ ছাদের কিনারায় দাঁড়িয়ে কিংবা বর্ষার বেলকুনিতে চুল এলিয়ে দিয়ে,
এখন যতবার সুখসমৃদ্ধ হয়ে দাড়াবে
তোমায় দেখে অভিশাপ দিবে প্রকৃতি, মানব-মানবী কারন আমি সভ্যতাকে বলে দিয়েছি তুমি প্রতারক।
তোমার চরিত্র তেতুলসম, দেখেই জিবে জল আসবে কিম্তু মুখে দিলে বিকৃত হবেই মুখ,
আমি এখন তেুতুল চরিত্র পরিহার করে চলি।

একটা ছোট গল্প!
জোড়া পাখি নিড়ে ফিরতে দেখেছ, সমান্তরালে উড়ে যায়
আমি তুমিও ছিলাম, অযথা পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্যের সম্পদ অসমানুপাত করে দিল রেল লাইনের মত,
আমি দাড়িয়ে রইলাম অপেক্ষায়।
তুমি আমার ভীতে দাড়িয়ে শিখরের আরোহী হয়ে পতাকা উড়ালে বিজয়ের, কি উচ্ছাস তোমার!
আমি ভুলে গেছিলাম সার্থপরতা,ক্যারিয়ার।

একটা ছোট গল্প!
অতীত মনে করেছ কখনো,যা আমি ভুলিয়ে দিয়েছি।
এই প্রশ্নে আমি নিজেই লজ্জিত, কারন আমার-ই অস্তিত্ব নেই যেখানে সেখানে মুল্লুক বৃথা খোঁজা।
তবুও অনুরোধ ভেবে দেখো স্মৃতির পাতা, তোমার পরিচয় কে গড়ে দিয়েছে,
আজকে অদৃশ্যভাবে যেই দোরগোড়ায় তা তোমার পরিচয়ে,বলতে স্বস্তিবোধ লাগছে না তবুও এটা তোমার সৌন্দর্য প্রীতিতে জোটে না-ই।
কতটা সুখে তুমি!

একটা ছোট গল্প!
ছোট বেলায় ইনি বিনি খেলেছো কখনো,
কলাপাতার ঘর, কচুপাতায় খাবার আর ছোট্ট খেলনা হাড়িতে রান্না, ও জামাই-বউও হয়!
ঝড়ের পূর্বাভাস ছাড়াই এই ঘর ভেঙে যায়।
ক্ষণিক সুখকল্পনায় এসব মিথ্যের আসর জমে ওঠে,সময়টা যেন সময়ের চাকায় হারিয়ে যায়।
তাই বলে এখনো? তুমি ছেলেখেলায় ছিলে।
বুদ্ধির ঢেকুর তুলে স্থির হতে দেয়নি লোভ নাকি পরিপূর্ণ হওয়া শেষ!
এই এক জনমে কতটুকু পরিপূর্ণ হওয়া যায় বলো?

একটা ছোট গল্প!
এই ছোটগল্পগুলো এত সহজাতভাবে শেষ হয় না
এরা ফিরে আসে ক্ষণিক পরে পরে,
তোমার নিস্তার মিলবে না, এমন অনেক ছোটগল্প তোমায় কুড়িয়ে খাবে।
এই ছোটগল্পের শেষটাও এখানে না ওরাও আবার নতুন করে নতুন কারো মাঝে জন্ম নিবে।
পৃথিবী জানবে ছোট গল্পরা সুখী হতে জানে।


নিরিবিলি, নবীনগর।
২০-৪-২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast