www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্নচরের অবকাশ যাপন

এই শুভ্র একটা সকালে মাধুর্যতা ঘিরে ফেলার চেয়ে
তোমার অন্তরাত্মার আড়ালে লুকিয়ে যাওয়া স্বপ্নচরের অবকাশে।
শিশেরে পাওয়া, না পাওয়ার হলিখেলায় আমি খুঁজেছি তোমার
সুখস্বপ্ন ছোয়া এক ফোটা লোনাজল।
আমি মোহনা দেখেছি,সমুদ্র নয়;
যতটা নিষ্কলুষ তুমি ততটা মোহনায় হয় না।
পরজীবি জীবনের একটা অত্যাধিক মধুরতা আছে,
বেঁচে থাকার ক্ষীণ আশাটুকু যে তোমাতেই বর্তায়।
জানো পিপাসুরা কখনো থামে না
নীরব রাত্রিতে খেঁকশিয়ালের মত জেগে ওঠে,
লক্ষ্য যদি শেষ গন্তব্য হয় তবে ফিরে আসার সামান্য চেষ্টাটুকুন ঐ গন্তব্যেে মিলিয়ে যায়।
ভেবে দেখ, তুমি কি তোমার লক্ষ্যে কখনো স্থির ছিলে?
প্রাণপনে চেষ্টা করেও পিপাসা কি পানি ছাড়া মিটানো সম্ভব!
গভীর রাতে জোছনা পিপাসু সবাই হয় না,
আমি বেরিয়েছি ক্ষনযাত্রার কিছু পথে,সামান্য বিরতিতে দেখেছি নিচু রাস্তার আগমন,
খাদ নয় এগুলো সতর্কতা।
বন নিজেই একটা সাধুতা, নিজ থেকে কখনো সাধুত্বের জন্য ডাকে না
বরং সাধুরা খুঁজে নেয় বনের নীরবতা।
বলো তবে কে বড় সাধু?
জানি শেষ অবধি তুমি আমায় টিকিয়ে রাখবে না,
সর্বসাকুল্যে তোমার হৃদ্যতা যাচিয়ে দেখেছি।
যাতনাটুকু তোমায় আজকাল চিন্তিত করে না
কিন্তু বাস্তবতা যে তার থেকেও ভয়ংকর!
খাদের কিনারে আমি,
স্বপ্নরা অবকাশে
কালা যাদু, নিস্তব্ধ রাত আর অগস্ত্য যাত্রা।


নিটার, QC-203
২৩-৬-২০১৫
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast