পথিক
আঁকাবাঁকা এই পথে
যায় কে নিজ বাড়ি,
ঐ গাঁয়ের এক মেয়ে
মনটা আমার কাড়ি।
আঁকাবাঁকা পথ ছাড়ি!
টানাটানা চোখ দুটি তার
কালো কালে তার কেশ,
মনের কোনে তাকে যেন কেন
ভালোলাগে আমার বেশ।
নেই যেন তার শেষ!
কোমড়ে তাহার বিছা বিলায়ে
আলতা রাঙিয়ে পায়,
এ পথ ছেড়ে কোন পথে গো
সে হাটিয়া যায়।
রাখিয়া আমায় দাঁড়ায়!
মনের কোনে বাসর ঢঙে
রেখেছি তারে যতন করে,
যেদিন পাবো আমার করে
মনের-ই এ গুপ্ত ঘরে।
শান্তি পাবো তবে!
কবে আমার হবে?
রিয়াজুল জান্নাত-৫
১২-৪-২০০৮
যায় কে নিজ বাড়ি,
ঐ গাঁয়ের এক মেয়ে
মনটা আমার কাড়ি।
আঁকাবাঁকা পথ ছাড়ি!
টানাটানা চোখ দুটি তার
কালো কালে তার কেশ,
মনের কোনে তাকে যেন কেন
ভালোলাগে আমার বেশ।
নেই যেন তার শেষ!
কোমড়ে তাহার বিছা বিলায়ে
আলতা রাঙিয়ে পায়,
এ পথ ছেড়ে কোন পথে গো
সে হাটিয়া যায়।
রাখিয়া আমায় দাঁড়ায়!
মনের কোনে বাসর ঢঙে
রেখেছি তারে যতন করে,
যেদিন পাবো আমার করে
মনের-ই এ গুপ্ত ঘরে।
শান্তি পাবো তবে!
কবে আমার হবে?
রিয়াজুল জান্নাত-৫
১২-৪-২০০৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মিলন সরকার রাকিব ১৯/০৪/২০২০খুব ভালো লাগলো কবি বন্ধু। শুভ কামনা রইলো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৮/০৪/২০২০মনের আশা ব্যাক্ত করা কবিতা।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৮/০৪/২০২০superb!
-
গাজী তারেক আজিজ ১৭/০৪/২০২০অনিন্দ্য
-
ফয়জুল মহী ১৭/০৪/২০২০Excellent