তবুও মনে হয়
কত রাত,কত দিন কেঁদেছি
ভীষণ কেঁদেছি,
কিন্তু পাইনি, আমি পাইনি
তবুও তাকে,
সে কে জানো?
জানি না, কিছুই জানি না
আসলেই আমি জানি না,
সে ছলনাময়ী ছিল, না পাষাণী?
তবে সে আমার ছিল,
আমার পরিচয়।
চেয়েছি তাকে,আমি চেয়েছি
অনেক চেয়েছি,
পাইনি তবু তাকে হায়
পেয়েছি কষ্টের পরিচয়।
তবুও মনে হয়!
রিয়াজুল জান্নাত ৫
১০-৬-২০০৭
ভীষণ কেঁদেছি,
কিন্তু পাইনি, আমি পাইনি
তবুও তাকে,
সে কে জানো?
জানি না, কিছুই জানি না
আসলেই আমি জানি না,
সে ছলনাময়ী ছিল, না পাষাণী?
তবে সে আমার ছিল,
আমার পরিচয়।
চেয়েছি তাকে,আমি চেয়েছি
অনেক চেয়েছি,
পাইনি তবু তাকে হায়
পেয়েছি কষ্টের পরিচয়।
তবুও মনে হয়!
রিয়াজুল জান্নাত ৫
১০-৬-২০০৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পবিত্র কুমার গাঙ্গুলী ১৭/০৪/২০২০খুবসুন্দর
-
ফয়জুল মহী ১৬/০৪/২০২০দুর্দান্ত লিখেছেন ।
-
গাজী তারেক আজিজ ১৬/০৪/২০২০দারুণ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৬/০৪/২০২০ভালোই হয়েছে।