রজনী জানে তার বিরহ
আবেগের আবদার সবকিছু মিটাতে পারে না কভু,
ক্ষয়ে যায় চোখের পাতা নোনতা জলে,
পাথর ওজনের চেয়ে কষ্ট ওজন করা নির্ঘাত মৃত্যু।
এই দৃষ্টিভঙ্গী ক্ষণিক, আমাদের কোন স্বপ্ন নেই কিংবা কারো স্বপ্ন আমরা পূরন করি না,পারলে ভেঙে দেই সহজাত প্রবৃত্তিতে,
স্বার্থপরতার চেয়ে বড় কিছু হয়?
বোকাদের বোকা বানাই, যদিও এদের বোকা বলাটা একপ্রকার মিথ্যা কে সত্যি বানানো,
এতটা কদম্ব,ভালোবাসলে সবটা ভুলে বোকা বনে যায়,বিপরীতে কখনো অভিনয় সংঘের অহল্যা হয় প্রাতঃকালে।
আমরা ফায়দা তুলি,কান্নার দাম নেই,নিরঙ্কুশ নিজের ভাল থাকাটা সবচে বিশ্রী দামি হ'য়ে ওঠে।
পরিস্থিতি পর্যবেক্ষণে মিলিত হওয়ার প্রবণতা থাকলেও তা বিচক্ষণ কিছু নয়,
চৌকস হিরা জহরতে চোখ ধাধা ধরে যায়,কেন এর উত্তর নেই!
হয়তোবা মিলিয়ে যাব স্বাভাবিক নিয়মে কিন্তু নিয়ম করে তোমায় মনে রেখ দেব জনম বিভাগী হয়ে,
আমি জানি তোমার কষ্ট,বুঝেছি অক্ষরে অক্ষরে বলেই লেপে রেখেছিনু কণ্টক পথ,
আর তুমি ফিরতি পথের পানে চাইলে না,রঙিন মুখোশ কাঁচ ফ্রেমের বাহারি ঢঙে কলাপাতার রঙ ফিকে হয়ে এলো;
স্বার্থপর বলে!
দাবানল এত সহজে থামে;তবুও একদিন সমাধিস্থ হোক মনের খোরাক,আলো জ্বলুক আধারে!
নিকষ রজনী জানে তাহার বিরহে মন কাঁদে।
নারায়ণগঞ্জ
৭/৪/১৭
ক্ষয়ে যায় চোখের পাতা নোনতা জলে,
পাথর ওজনের চেয়ে কষ্ট ওজন করা নির্ঘাত মৃত্যু।
এই দৃষ্টিভঙ্গী ক্ষণিক, আমাদের কোন স্বপ্ন নেই কিংবা কারো স্বপ্ন আমরা পূরন করি না,পারলে ভেঙে দেই সহজাত প্রবৃত্তিতে,
স্বার্থপরতার চেয়ে বড় কিছু হয়?
বোকাদের বোকা বানাই, যদিও এদের বোকা বলাটা একপ্রকার মিথ্যা কে সত্যি বানানো,
এতটা কদম্ব,ভালোবাসলে সবটা ভুলে বোকা বনে যায়,বিপরীতে কখনো অভিনয় সংঘের অহল্যা হয় প্রাতঃকালে।
আমরা ফায়দা তুলি,কান্নার দাম নেই,নিরঙ্কুশ নিজের ভাল থাকাটা সবচে বিশ্রী দামি হ'য়ে ওঠে।
পরিস্থিতি পর্যবেক্ষণে মিলিত হওয়ার প্রবণতা থাকলেও তা বিচক্ষণ কিছু নয়,
চৌকস হিরা জহরতে চোখ ধাধা ধরে যায়,কেন এর উত্তর নেই!
হয়তোবা মিলিয়ে যাব স্বাভাবিক নিয়মে কিন্তু নিয়ম করে তোমায় মনে রেখ দেব জনম বিভাগী হয়ে,
আমি জানি তোমার কষ্ট,বুঝেছি অক্ষরে অক্ষরে বলেই লেপে রেখেছিনু কণ্টক পথ,
আর তুমি ফিরতি পথের পানে চাইলে না,রঙিন মুখোশ কাঁচ ফ্রেমের বাহারি ঢঙে কলাপাতার রঙ ফিকে হয়ে এলো;
স্বার্থপর বলে!
দাবানল এত সহজে থামে;তবুও একদিন সমাধিস্থ হোক মনের খোরাক,আলো জ্বলুক আধারে!
নিকষ রজনী জানে তাহার বিরহে মন কাঁদে।
নারায়ণগঞ্জ
৭/৪/১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৭/০৪/২০১৭দারুন! অনেক শুভেচ্ছা।
-
সূর্য্যিন্দুদীপ রাজ ০৭/০৪/২০১৭খুব সুন্দর
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৭/০৪/২০১৭দারুণ কাব্য