জন্মকথা
কিছু জন্মকথা সার্থকতার গল্প শোনায়,
অবশেষে তৃপ্তি নিয়ে ফেরে নিড়ে,
তুমি পরিপক্ক হও নিজের মত,আগলে রাখো শতাব্দীর শ্রেষ্ঠ ভাবনা।
আমি নিরন্তর তোমার আবডালে তোমার পরিপূরক হয়ে রবো,
জলাঞ্জলি দিব শতাব্দীকাল,
নিংড়িয়ে শেষ স্বপ্নটুকু পূরণ করবো তোমার।
অটুট হবে সেতুবন্ধন আর ভাবনার কিঞ্চিত বেড়াজাল নিমিষে পিষে যাবে বিশ্বাসী হামলায়,
মনরোদ পোহাবে নিত্য আবেদনে আর সিক্ততায়।
ফুলকি জ্বলুক জোছনার আবডালে,অমাবশ্যা পূরণ হোক জোনাকীর বাতিতে,
গগন বিদিয়ে কষ্টের বাড়িতে পাহারা বসুক, তোমাকে আগলে রাখবে পৃথিবী।
ভালোবাসা চোরাগোপ্তা হামলা করুক তোমাতে,
গোপনে আন্দোলিত হোক তোমার হাসিটুকু।
( প্রিয় মানুষটির জন্মদিনের শুভেচ্ছান্তে এটা লিখা, ভাল থাকো সর্বদা, শুভকামনা।)
নিটার হল
রুম নং-৩০৮
০৭/০৫/২০১৬
অবশেষে তৃপ্তি নিয়ে ফেরে নিড়ে,
তুমি পরিপক্ক হও নিজের মত,আগলে রাখো শতাব্দীর শ্রেষ্ঠ ভাবনা।
আমি নিরন্তর তোমার আবডালে তোমার পরিপূরক হয়ে রবো,
জলাঞ্জলি দিব শতাব্দীকাল,
নিংড়িয়ে শেষ স্বপ্নটুকু পূরণ করবো তোমার।
অটুট হবে সেতুবন্ধন আর ভাবনার কিঞ্চিত বেড়াজাল নিমিষে পিষে যাবে বিশ্বাসী হামলায়,
মনরোদ পোহাবে নিত্য আবেদনে আর সিক্ততায়।
ফুলকি জ্বলুক জোছনার আবডালে,অমাবশ্যা পূরণ হোক জোনাকীর বাতিতে,
গগন বিদিয়ে কষ্টের বাড়িতে পাহারা বসুক, তোমাকে আগলে রাখবে পৃথিবী।
ভালোবাসা চোরাগোপ্তা হামলা করুক তোমাতে,
গোপনে আন্দোলিত হোক তোমার হাসিটুকু।
( প্রিয় মানুষটির জন্মদিনের শুভেচ্ছান্তে এটা লিখা, ভাল থাকো সর্বদা, শুভকামনা।)
নিটার হল
রুম নং-৩০৮
০৭/০৫/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৫/১২/২০১৬বেশ ভাল, চমৎকার কথামালায় সুন্দর ছন্দে দারুণ লিখেছেন কবি। ভাল লিখুন ভাল থাকুন সবসময় প্রিয় কবি।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৫/১২/২০১৬দারুন।
-
রইস উদ্দিন খান আকাশ ১৫/১২/২০১৬সুন্দর ভাবনার অবকাশ
-
মোবারক হোসেন ১৫/১২/২০১৬নাইস