উল্কাবতি
তীব্র সংকটে বেঁচে থাকার মানেটা অনিদ্রীয় চোখের ব্যথাতুর আবেদন, যখন সংঘর্ষে হেরে যায় গোয়ার্তমির টক্কর।
গণিতের সূত্রের মত, আমরা নয়, "আমি জানি " _ তুমি উল্কাবতি।
এই উল্কার খসে পড়ার মানেটা অত্যাধিক কষ্ট।
তোমায় গগনের নিচে রেখে দিয়ে বিধাতা করেছে সরলতা পরিপূর্ণ, তুমি সংকটটুকু পরিপূর্ণ করো, স্থির হও।
তোমার মাঝে একটা অপূর্ণ স্বত্তা জাগ্রত, এটাও পরিপূর্ণ হোক,
আন্দোলিত হও রঙ মাখানো তৃষ্ণার্ত হৃদয়ে।
পরিপূরক হয় না তোমার, যে কিনা নিয়ম করে স্বপ্ন দেখে,
এই আকাঙ্খারা জমাট বাধুক ; নিবৃতে !
আমি সোপান উড়াই নিয়ম রক্ষার, বাধা পড়লে তোমার অনুকূলে ভিড়বো ভাবছি,
৬৩ বছর পর যদি সেই অনুকূলে ভেড়া হয় তবে তা উল্কাবতির পূর্ণতা।
নতুন করে আবার কয়েকটা যুগ পরে উদিত হবে,
ততদিন তুমি বাঁচবে আমার মাঝে,
নতুন অনেক উল্কাবতির জন্ম হবে।
আমরা বুড়ো ঠনঠনে হয়ে ওপাড়ে পাড়ি দিলেও গগনে নিশান হয়ে থাকবো।
পরের পৃথিবী যাদের খুঁজে পাবে তারা তোমার মাঝেই ছিল,
তোমার প্রজনন !
পৃথিবীর এই আবেদনে তুমি হয়ে গেলে কালজয়ী উল্কাবতী।
নিটার হল
রুম নং-৩০৮
৮/১২/২০১৬
গণিতের সূত্রের মত, আমরা নয়, "আমি জানি " _ তুমি উল্কাবতি।
এই উল্কার খসে পড়ার মানেটা অত্যাধিক কষ্ট।
তোমায় গগনের নিচে রেখে দিয়ে বিধাতা করেছে সরলতা পরিপূর্ণ, তুমি সংকটটুকু পরিপূর্ণ করো, স্থির হও।
তোমার মাঝে একটা অপূর্ণ স্বত্তা জাগ্রত, এটাও পরিপূর্ণ হোক,
আন্দোলিত হও রঙ মাখানো তৃষ্ণার্ত হৃদয়ে।
পরিপূরক হয় না তোমার, যে কিনা নিয়ম করে স্বপ্ন দেখে,
এই আকাঙ্খারা জমাট বাধুক ; নিবৃতে !
আমি সোপান উড়াই নিয়ম রক্ষার, বাধা পড়লে তোমার অনুকূলে ভিড়বো ভাবছি,
৬৩ বছর পর যদি সেই অনুকূলে ভেড়া হয় তবে তা উল্কাবতির পূর্ণতা।
নতুন করে আবার কয়েকটা যুগ পরে উদিত হবে,
ততদিন তুমি বাঁচবে আমার মাঝে,
নতুন অনেক উল্কাবতির জন্ম হবে।
আমরা বুড়ো ঠনঠনে হয়ে ওপাড়ে পাড়ি দিলেও গগনে নিশান হয়ে থাকবো।
পরের পৃথিবী যাদের খুঁজে পাবে তারা তোমার মাঝেই ছিল,
তোমার প্রজনন !
পৃথিবীর এই আবেদনে তুমি হয়ে গেলে কালজয়ী উল্কাবতী।
নিটার হল
রুম নং-৩০৮
৮/১২/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৩/১২/২০১৬খুব সুন্দর, পরে মুগ্ধ হলাম কবি।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১০/১২/২০১৬খুব ভালো। শুভেচ্ছা।
-
আলমগীর সরকার লিটন ১০/১২/২০১৬ভাল লাগল দাদা