কূর্চিকায় প্রত্যয়ী কবি
--- আমার ঠিকানা কোথায় ?
আমি কবি!
কাব্যের ফুলঝুরি পূর্ন করাই কাজ।
সে কাব্যের প্রথম পাতায় কেন তুমি ?
কেন আমার কবিতার অঙ্গরাজ্যে তোমার অটাট্যা ?
তমি তো দেখছি পাকা অধশ্চৌর
কে হে তুমি,
তৃষাতুর এ চোখে তোমার আখিযুগল,অঙ্গসৌষ্ঠব
আমার লেখা কবিতা।
আমি কবি !
অধিগম আমার কাব্যের অংশ
সে অধিগম কেন তুমি ?
অট্টাল তৈরী করবো আমি কাব্যের,
এ অণ্ডাকৃতির কাশ্যপীতে, যার অধিগম অতট পর্যন্ত !
যেখানে তোমার ঠিকানা।
বিশ্বাস ! সৃজিব আমি তোমার তরে আমার কাব্যের অমরাবতী,
যেখানের অমোঘ অরবিন্দু তুমি।
অন্ধ পথিক আমি,
তুমি আমার পথচলার প্রেরণা
কাব্য আমার দূর্গম গিরির পথসঙ্গী।
তুমি হারাবে না কখনো অস্তিত্ব থেকে-
ঋণী আমি তোমার কাছে।
দৃক দিয়ে শিথানের কাছে মোর কবিতার ডায়রিটা উল্টিও
দেখো......
কূর্চিকা দ্বারা কিছু আঁকতে চেষ্টা করেছি,
তা - তো তোমারই প্রতিচ্ছবি,
তুমি ভালোবাস বলেই আমি কবি।
শুকুরসী,ঢাকা
২৯/০১/২০১১
আমি কবি!
কাব্যের ফুলঝুরি পূর্ন করাই কাজ।
সে কাব্যের প্রথম পাতায় কেন তুমি ?
কেন আমার কবিতার অঙ্গরাজ্যে তোমার অটাট্যা ?
তমি তো দেখছি পাকা অধশ্চৌর
কে হে তুমি,
তৃষাতুর এ চোখে তোমার আখিযুগল,অঙ্গসৌষ্ঠব
আমার লেখা কবিতা।
আমি কবি !
অধিগম আমার কাব্যের অংশ
সে অধিগম কেন তুমি ?
অট্টাল তৈরী করবো আমি কাব্যের,
এ অণ্ডাকৃতির কাশ্যপীতে, যার অধিগম অতট পর্যন্ত !
যেখানে তোমার ঠিকানা।
বিশ্বাস ! সৃজিব আমি তোমার তরে আমার কাব্যের অমরাবতী,
যেখানের অমোঘ অরবিন্দু তুমি।
অন্ধ পথিক আমি,
তুমি আমার পথচলার প্রেরণা
কাব্য আমার দূর্গম গিরির পথসঙ্গী।
তুমি হারাবে না কখনো অস্তিত্ব থেকে-
ঋণী আমি তোমার কাছে।
দৃক দিয়ে শিথানের কাছে মোর কবিতার ডায়রিটা উল্টিও
দেখো......
কূর্চিকা দ্বারা কিছু আঁকতে চেষ্টা করেছি,
তা - তো তোমারই প্রতিচ্ছবি,
তুমি ভালোবাস বলেই আমি কবি।
শুকুরসী,ঢাকা
২৯/০১/২০১১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সীমন্ত মৈত্র ১৮/০৪/২০২০সুন্দর
-
মোনায়েম খান নিজাম ২১/১১/২০১৬সুন্দর।
-
অঙ্কুর মজুমদার ১৪/১১/২০১৬বেশ
-
জহির রহমান ১২/১১/২০১৬"কূর্চিকা দ্বারা কিছু আঁকতে চেষ্টা করেছি,
তা - তো তোমারই প্রতিচ্ছবি,
তুমি ভালোবাস বলেই আমি কবি।"
চমৎকার প্রকাশ!!