মশিউর ইসলাম (বিব্রত কবি)
মশিউর ইসলাম (বিব্রত কবি)-এর ব্লগ
-
অজান্তে হৃদয় মেরিন জাহাজের মত ছ'মাসের ছুটিতে,
লালসায় বেঁকে না যায় মন;
মদ কিংবা তার থেকে তীব্র নেশা নারীর খুঁটিতে।
চোখ বুড়ো হয়ে গেছে, লজ্জা কমে নি! [বিস্তারিত] -
আচ্ছা, ধরো! যদি তুমি উড়ে যাও,
পাখাগুলো কেটে নিলাম নির্বিষ কিছুটা সার্থপর;
অথবা আমি উড়লাম সাথে,তুমি বললে গাও,
নিবিড় যতনে গড়লাম মাটি ছুয়ে পাতালপুরীতে ঘর! [বিস্তারিত] -
এই আট পায়ে দালানকোঠা চোরাবালি পথঘাট প্রেমিকার বহর
পরম অযত্নে বেড়ে ওঠা নিস্তব্ধতা কালি গায়ে মেখে ঘুমন্ত শহর।
লুকোচুরি চুপচাপ প্রতারণা হাঁকডাক হরহামেশা কমে গেছে আয়ু
নিশ্বাস চেপে রেখে একগাল ফুলিয়ে উড়ত... [বিস্তারিত] -
গতরের সুখ কে কইবার পারে,
কোন পিরিতে নামে!
যৌবন তো জোয়ার ভাটা ,কে কইবার পারে;
পুইরা দিছো কোন খামে!! [বিস্তারিত] -
আমার ঘরে কে থাকে;
তার মনে নাই আমি!
মনেতে কোন সখা পুরুষ,
কে আমি তার স্বামী!! [বিস্তারিত] -
দেখিয়াছি আমি তাহার রূপ,লিখেছি রূপকথায়
তুমি ফুল তুলে দিও রুমালে,আমার ঘুমন্ত কাঁথায়।
আকাশ থেকে চাঁদের সাথে মিলিয়ে যাবো তাঁরায়
ভুল করে যদি এসে পরো দেখিবে আছি দাঁড়ায়। [বিস্তারিত] -
একদিন একুশ শেষ হয়ে আইবো,তোর শর্ষে ফুলের বাইশ
সেই স্বপ্নের রূপকথা অতীতে,তুই আমায় ফেরত রেখে যাইস।
যতটুক পড়ে মনে,আগ্রহ জন্মায়নি এইধরাধমে আমিই হবো পতি,
সে যাই হোক,অতীত আমায় হাঁটতে শেখায় নিয়ে ল্যাম্বরগী... [বিস্তারিত] -
শাপেবর বরেশাপ, মাছ ভাতে ছিপ পাত!
আদর্শ খুলে দেখ, কত টুকু টক স্বাদ।
মিছে কলা চাঁচাছোলা, পিঠে নেই ছালা
চাদ দেখি দিনেরাতে, ঘরে নেই চালা। [বিস্তারিত] -
কলস ফেলে ফিরিবার নাহি জো'
ভাটা নেমে যাবে এবার হাত পা ধো'
বহিবে বাতাস কনকনে হিম শো শো'
এতকিছু হলো তুমি তবু বলে ফেললে তো! [বিস্তারিত] -
বৃষ্টি দেখে শিহরিত হওয়ার মানে হলো তারা কাপল হিসেবে ঝড়ে, একাকী বৈরিতা কেউ মেনে নেয় না।
আমার ভালোবাসা বুঝলে উপেক্ষা করার সাহস হতো না তোমার।
তুমি কি আমায় হারিয়ে বিজয়িনী?
কপোত-কপোতী কত জেনেশুনে দায়সারা... [বিস্তারিত] -
প্রতিনিয়ত জীবনযুদ্ধের সাথে অনেক কল্পকাহিনী থাকে সেগুলো হয়তোবা পরিত্যক্ত অথবা শক্ত!
সিদ্ধান্ত গুলো তো অবশ্যই শেকড় থেকে আসে,এখন শিকড়ের অদ্যাবধি কেউ কি তল পেয়েছে? হ্যাঁ পায়, তারাই যারা নিজেকে সপে দিতে ... [বিস্তারিত] -
দু-চোখ যদি ফিরে যায় অতীতে তবে কাঁদে হিয়া ঝর্ণা গতি তে
আটলান্টার বরফ গলে হিংস্র মেজাজে,তুমি কি রহিয়াছো সতি তে!
বিদ্রুপ করো চিঠির ভাষায়, শুদ্ধ উচ্চারণে নিজে অতীব ভদ্রলোক
আমি তবু ভুল ধরি চিঠি, আমি কি... [বিস্তারিত] -
জবা তুমি কৃষ্ণকলির খোঁপায় বিন্দু রও লালে
গরম উষ্ণতা অনুভব দ্রুত মিশে যাবে গহ্বরের কালে,
শীত কম্বলখানা তুলে রেখেছি মায়া ভাঙা ধসে
আমার পলেস্তারা পুরোটাই দেখো পরে গিয়েছে খসে। [বিস্তারিত] -
তুমি করিবে বিষপান, নবউদ্দ্যমে ফিরে আসবে নতুন বান
চেয়ে রই উল্টিয়ে দু’চোখ, মিছরির দানার মত চকচকে শান,
কোথাও কেউ নেই, শোনা যায় না আত্মচিৎকার,রো রো কান্না,বনে
আমারও কেই নেই,যুগল রাত্তিরে অমাবশ্যা চেপে ... [বিস্তারিত] -
আমার চারিপাশে স্তব্ধতা, মুখোশের আড়ালে মুখোশ
আমায় আজ অবজ্ঞার সুরে মাতৃভাষা করে শোকজ,
জাতি ভুলে গেছে অক্ষর আকৃতি মাপা,বাংলা বাটখারায়
নিরুত্তাপ কন্ঠস্বর ঝুলিয়ে দিয়ে এক্ষনে পশ্চিমা আড়ায়। [বিস্তারিত]