এক আনমনা সুখানুভুতি
আজ খুব সকালে ঘুম ভেংগে গেল। অন্য সময় ঘুম ভাঙ্গলেও এমনি এমনি আলসে ভাব নিয়ে শুয়ে কাটাই। কিন্তু আজ তাও ভাল লাগলো না। কি আর করা , অগত্যা বিছানা ছেড়ে হাত মুখ ধুয়ে বাসার ছাদে উঠে গেলাম । কুয়াশা মিশেল ঠান্ডা সকাল একাকি চাদর মুড়িদিয়ে উপভোগ করলাম। আস্তে আস্তে সূ্য্যি মামা পুব আকাশে দেখা দিলেন। মিষ্টি রোদ উপভোগ করতে লাগলাম । এদিকে যে আমার অফিসে যাওয়ার সময় পার হয়ে গেছে টেরই পেলাম না । কি এক আনমনা সুখে সময় পার করে দিচ্ছিলাম । হঠাৎ একটা ফোন কল অফিসের কথা মনে করিয়ে দিল। কিন্তু এই আত্মভুলানো আনমনা সুখ ছেড়ে যেতে মন চাইল না । সাফ জানিয়ে দিলাম, স্যার ... আজ আর অফিসে আসব না...... না কোন কারন নেই... আজ বিরুধীদলের হরতালে সারাদিতে মন চাইছে ।...... কাল থেকে আবার সরকারী দলের ডাকে সারা দিব.....জ্বি...ধন্যবাদ স্যার . ।
.........৩০-০৩-২০১৮
.........৩০-০৩-২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ২৩/০৮/২০১৮Valo
-
অলকানন্দা দে ২৫/০৭/২০১৮ভালো লাগলো কবি। শুভেচ্ছা জানাই।
-
দীপঙ্কর রায় ১১/০৭/২০১৮হাহাহাহা অসাধারণ।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১১/০৭/২০১৮অসাধারন সুন্দর লিখেছেন কবি।
অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা জানাই।
ভাল থাকুন। পাশে থাকুন-