সমন্বয়
=
তোমার অনুরূপ হবার-
সাধ্বী আমার নেই, জানি।
তাই মিথ্যে মরিচিকা'র লগ হই-না।
তুমি না বলে ছেড়ে যাও যখন?
তখন- আমি আর-
তোমার থাকি-না এক রত্তিও।
কারণ-
ভালোবাসা পরাধীনতা খোঁজে-না।
খোঁজে সমন্বয়।।
=
রচনা-সময়ঃ ১৪-০৫-২০১৮
"""""""""""""""""""""""""""
=
মনিরুজ্জামান প্রমউখ, চাঁদপুর হতে।
=
তোমার অনুরূপ হবার-
সাধ্বী আমার নেই, জানি।
তাই মিথ্যে মরিচিকা'র লগ হই-না।
তুমি না বলে ছেড়ে যাও যখন?
তখন- আমি আর-
তোমার থাকি-না এক রত্তিও।
কারণ-
ভালোবাসা পরাধীনতা খোঁজে-না।
খোঁজে সমন্বয়।।
=
রচনা-সময়ঃ ১৪-০৫-২০১৮
"""""""""""""""""""""""""""
=
মনিরুজ্জামান প্রমউখ, চাঁদপুর হতে।
=
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান প্রমউখ ১৭/০৫/২০১৮আমার লেখায়- মন্তব্যে'র জন্যে, সকল-কে উৎসাহী শুভেচ্ছা- জানালাম। ভালো থাকবেন, সবাই। আর- থাকবেন, কবিতা পাঠে।।
-
মোঃ সহিদুল ইসলাম রাজন ১৬/০৫/২০১৮ভালো লিখেছেন।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৫/০৫/২০১৮ভাল।
-
কামরুজ্জামান সাদ ১৫/০৫/২০১৮কবিতার শিরোনামে নিজের নাম দিয়েছেন।এটা ঠিক করে নিন।