✍ প্রেম প্রীতি ✍
প্রেম প্রীতি তুমি শুধুই স্মৃতি
ভালোবাসা জীবনের যত আশা,
পৃথিবীতে শুধুই যেন তামাশায় ভরা
তুমি শুষ্ক মরুর রুক্ষতার মাঝে ঘেরা।
আমার জীবনের ভালোবাসা
নিঃশব্দে ফেলেছে আজ সাড়া,
আবেগপ্রবণ চেতনার সাথে
হৃদয়কেও নিমিষে করলো সর্বহারা।
তুমি যে এ মনের সুপ্ত বাসনা
তোমার পরশে জাগে লুপ্ত চেতনা,
নীরবে শুধু প্রেমের সুখ-স্মৃতি বওয়া
সেই তো পরম পাওয়া
মনে প্রাণে তৃপ্ত হওয়া।
অনন্ত প্রেম এবং ভালোবাসার
কল্পলোকের গল্পকথায়,
প্রেমের কাহিনী লিখে যান কবিরা
তারই কবিতার পাতায় পাতায়।
আমি এক ভালোবাসার কাঙাল
গাই ভালোবেসে জীবনের জয়গান,
অন্ধকার দূরে ঠেলে, প্রেমের প্রদীপ জ্বেলে,
খুঁজে বেড়াই মানুষের মাঝে
তোমারই পীঠস্থান।
ভালোবাসা জীবনের যত আশা,
পৃথিবীতে শুধুই যেন তামাশায় ভরা
তুমি শুষ্ক মরুর রুক্ষতার মাঝে ঘেরা।
আমার জীবনের ভালোবাসা
নিঃশব্দে ফেলেছে আজ সাড়া,
আবেগপ্রবণ চেতনার সাথে
হৃদয়কেও নিমিষে করলো সর্বহারা।
তুমি যে এ মনের সুপ্ত বাসনা
তোমার পরশে জাগে লুপ্ত চেতনা,
নীরবে শুধু প্রেমের সুখ-স্মৃতি বওয়া
সেই তো পরম পাওয়া
মনে প্রাণে তৃপ্ত হওয়া।
অনন্ত প্রেম এবং ভালোবাসার
কল্পলোকের গল্পকথায়,
প্রেমের কাহিনী লিখে যান কবিরা
তারই কবিতার পাতায় পাতায়।
আমি এক ভালোবাসার কাঙাল
গাই ভালোবেসে জীবনের জয়গান,
অন্ধকার দূরে ঠেলে, প্রেমের প্রদীপ জ্বেলে,
খুঁজে বেড়াই মানুষের মাঝে
তোমারই পীঠস্থান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ০৮/০৪/২০১৬ভাল।।
-
মাহাবুব ০৬/০৪/২০১৬অসাধারণ আবেগময় কবিতাটা কবি, শুভেচ্ছা।
-
রায়হান রাজিব ০৪/০৪/২০১৬হুমমমমম আবেগ প্রবন. . . . বেশ ভালো লাগলো ।
-
জয় শর্মা ০৪/০৪/২০১৬নিঃশব্দে ফেলেছে আজ সাড়া,
আবেগপ্রবণ চেতনার সাথে-
হৃদয়কেও নিমিষে করলো সর্বহারা।
বাহ্! বেশ তো... খুব সুন্দর লাগলো। -
পদ্মনীল ০৪/০৪/২০১৬fine
-
আবদুর রাজ্জাক ০৩/০৪/২০১৬ভাল হয়েছে
-
পরশ ০৩/০৪/২০১৬খুব ভাল
-
শ.ম. শহীদ ০৩/০৪/২০১৬সুন্দর।