✍ কবি ছড়াবাজ ✍
পশ্চিম সীমান্তের চেলা তুমি,
ভয়ঙ্কর গ্যাংস্টার রুপে,
মস্ত বড় এক লেজ।
চোখ টেরিয়ে,
ঠোঁট মুচকিয়ে,
বলো শুধু খেজ ভেজ।
ছিন্তাই চ্যাম্পিয়ান দক্ষতার,
সার্টিফিকেট প্রাপ্ত।
মানুষের টাকা পয়সা
নাও ছিনিয়ে,
রাখো আড়ালে গুপ্ত।
যদি লোকে ছিন্তাই বলে
তোমার লাগেনা ভালো।
চ্ছিন্তাই নাকি ছিন্তাই ডাকি,
সেটাই তুমি বলো।
ভয়ঙ্কর গ্যাংস্টার রুপে,
মস্ত বড় এক লেজ।
চোখ টেরিয়ে,
ঠোঁট মুচকিয়ে,
বলো শুধু খেজ ভেজ।
ছিন্তাই চ্যাম্পিয়ান দক্ষতার,
সার্টিফিকেট প্রাপ্ত।
মানুষের টাকা পয়সা
নাও ছিনিয়ে,
রাখো আড়ালে গুপ্ত।
যদি লোকে ছিন্তাই বলে
তোমার লাগেনা ভালো।
চ্ছিন্তাই নাকি ছিন্তাই ডাকি,
সেটাই তুমি বলো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জয় শর্মা ২২/০৩/২০১৬চমকপ্রদ! নূতন স্বাদ।
-
আবুল হাসান ২১/০৩/২০১৬শুভেচ্ছা সতত কবি
-
নির্ঝর ২১/০৩/২০১৬অনেক অনেক ভাল
-
হৃদয় ভৌমিক ২১/০৩/২০১৬উচ্চমানের কবিতা -খুব ভালো -