✍ শ্রেষ্ঠ উপহার ✍
তুমি কেন আজ জানতে চাও
কী দিবে আমায় তুমি উপহার,
কিছুই তো আমি চাইনা
মনটি ছাড়া শুধু তোমার কিছু আর।
চেয়েছিলাম আমি শুধু তোমার মনটাকে
সেই তোমার অনিন্দ্যতার সুন্দর মন,
স্বপ্ন ঘিরে যাকে দেখেছিল
অক্লান্ত আমার দু'টি নয়ন।
চেয়েছি আমি শুধু তোমার ঐ মন
ডুবে যাও যা দিয়ে তুমি গভীর ভাবনাময়,
তোমার মন পেলে জানি শুধু
হারাবো নির্দ্বিধায় যখন ভালোবাসার
মৃত্যু হলে করোনা বারণ।
যা সৃষ্টি করে সেই মনের সুন্দর কল্পনা
আঙ্গিনাকে ঘিরে আমার মনের,
অবিরাম যা এঁকে চলে সেই মন
রঙিন শুধু আল্পনা।
হবো আমি তোমার ঐ মনটি পেলে
বিশ্বের এই রাজা,
উপহার দিয়ে দাও সর্ব শ্রেষ্ঠ আজি
আর দিওনা শুধু সাজা।
কী দিবে আমায় তুমি উপহার,
কিছুই তো আমি চাইনা
মনটি ছাড়া শুধু তোমার কিছু আর।
চেয়েছিলাম আমি শুধু তোমার মনটাকে
সেই তোমার অনিন্দ্যতার সুন্দর মন,
স্বপ্ন ঘিরে যাকে দেখেছিল
অক্লান্ত আমার দু'টি নয়ন।
চেয়েছি আমি শুধু তোমার ঐ মন
ডুবে যাও যা দিয়ে তুমি গভীর ভাবনাময়,
তোমার মন পেলে জানি শুধু
হারাবো নির্দ্বিধায় যখন ভালোবাসার
মৃত্যু হলে করোনা বারণ।
যা সৃষ্টি করে সেই মনের সুন্দর কল্পনা
আঙ্গিনাকে ঘিরে আমার মনের,
অবিরাম যা এঁকে চলে সেই মন
রঙিন শুধু আল্পনা।
হবো আমি তোমার ঐ মনটি পেলে
বিশ্বের এই রাজা,
উপহার দিয়ে দাও সর্ব শ্রেষ্ঠ আজি
আর দিওনা শুধু সাজা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জয় শর্মা ২৩/০৩/২০১৬কবিতা টাও আল্পনা দিয়ে আঁকা সুন্দর হয়েছে।
-
কাকলি মল্লিক ১৮/০৩/২০১৬ধরা দিন তারাতারি।
-
অভিষেক মিত্র ১৮/০৩/২০১৬খুব সুন্দর।
-
প্রদীপ চৌধুরী. ১৭/০৩/২০১৬বা দারুণ
-
মাহাবুব ১৭/০৩/২০১৬ভালো লাগলো কবিতাটা কবি, শুভেচ্ছা।
-
দেবজ্যোতিকাজল ১৭/০৩/২০১৬ভাল লিখেছো
-
সাইদুর রহমান ১৭/০৩/২০১৬ভালো লিখেছেেন।
-
মলয় ঘটক ১৭/০৩/২০১৬ভালো লাগল ভাই।
-
মির সালামা ১৭/০৩/২০১৬এতো স্পষ্ট অথচ তীব্র যার আকাঙ্ক্ষা যার
মনের আর কি উপায় ধরা না দেবার?