✍ বিষাদ জীবন ✍
অঞ্জনা আমায় দিলে শুধু লাঞ্ছনা
আমাকে নিয়ে তুমি করো শুধু গুঞ্জনা।
আসে মুখে যা তাই বলে দিলে বঞ্চনা
আমায় ভালো না বেসে তুমি দিলে ছলনা।
দিলে আমায় দূর থেকে বেদনা
ভালো তো বাসলে না কাছে এসে।
নিয়ে তো আমায় কিছু ভাবলে না
ভালো আছো দূরে আছো এইতো মন্ত্রণা।
দাও আমায় আছে যত যন্ত্রণা
বলবনা তোমাকে কিছু।
সুখ আছে কোথায় আমি বুঝি না
জীবন দুঃখের সে কথা ভাবি না।
আছে ছবি মনের মাঝে আলপনা
পেলামনা না তোমায় শত দোষে।
কত যে না পাওয়ার যন্ত্রণা
তোমাকে আর ভালবাসবো না।
আমাকে নিয়ে তুমি করো শুধু গুঞ্জনা।
আসে মুখে যা তাই বলে দিলে বঞ্চনা
আমায় ভালো না বেসে তুমি দিলে ছলনা।
দিলে আমায় দূর থেকে বেদনা
ভালো তো বাসলে না কাছে এসে।
নিয়ে তো আমায় কিছু ভাবলে না
ভালো আছো দূরে আছো এইতো মন্ত্রণা।
দাও আমায় আছে যত যন্ত্রণা
বলবনা তোমাকে কিছু।
সুখ আছে কোথায় আমি বুঝি না
জীবন দুঃখের সে কথা ভাবি না।
আছে ছবি মনের মাঝে আলপনা
পেলামনা না তোমায় শত দোষে।
কত যে না পাওয়ার যন্ত্রণা
তোমাকে আর ভালবাসবো না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রশান্ত মন্ডল ২০/০৩/২০১৬মন্দ নয়।।
-
হরিশ বর্মন (বুলবুলি) ১৬/০৩/২০১৬অনবদ্য হয়েছে।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১৫/০৩/২০১৬অঞ্জনারা চাঞ্চনা দেয়না আজীবন লাঞ্চনা সয়ে যায় কবি।