✍ স্মৃতিচারণ (৫ ) ✍
বসেছিলাম চোখ বুজে, লম্বা এক যাত্রায়,
গর্জনে উঠে নাসিকার, ভিন্ন মাত্রায়;
হঠাৎ এক কোথায় থেকে, অদ্ভুত সুঘ্রাণ
অস্থির নিদ্রায় বরবাদ, মন প্রাণ।
আছে সে কি মনে হল, স্পর্শের নিবিড়ে,
অশ্রুতে চোখ ভরে, অনুভব গভীরে,
করে মন হাহাকার, তুমি নাই আজ হায়,
যাই ভেসে কত শত, স্মৃতির এক বন্যায়।
দেখি যদি চোখ ভরে, সবুজ এই প্রান্তর,
তুমি যে পড় মনে, বাঁধনের হে শেকড়;
চেয়েছিলে কতবার, ফিরতে যে এ বাড়ি,
জীবনে হল নাতো, দিলে যে ওপারে পাড়ি।
যদি দেখি এ্যাম্বুলেন্স, কোন এক রাস্তায়,
অস্থির স্মৃতিগুলো, শুধু মনে ধাক্কায়;
কি যে এক আক্ষেপ, পারিনি তো বাঁচাতে,
প্রিয় আজ কার হেথা, পথ ছাড়ি তড়িতে।
হোকনা এবার চাকরিটা, হোক সেটা প্রমোশন,
বলি কারে ছুটে গিয়ে, করি মিস যে ভীষণ;
ছিলে মোর প্রেরণায়, চেপে নিজ কষ্ট,
আজ বুঝি কত কিছু, তুমি "মা" শ্রেষ্ঠ।
গর্জনে উঠে নাসিকার, ভিন্ন মাত্রায়;
হঠাৎ এক কোথায় থেকে, অদ্ভুত সুঘ্রাণ
অস্থির নিদ্রায় বরবাদ, মন প্রাণ।
আছে সে কি মনে হল, স্পর্শের নিবিড়ে,
অশ্রুতে চোখ ভরে, অনুভব গভীরে,
করে মন হাহাকার, তুমি নাই আজ হায়,
যাই ভেসে কত শত, স্মৃতির এক বন্যায়।
দেখি যদি চোখ ভরে, সবুজ এই প্রান্তর,
তুমি যে পড় মনে, বাঁধনের হে শেকড়;
চেয়েছিলে কতবার, ফিরতে যে এ বাড়ি,
জীবনে হল নাতো, দিলে যে ওপারে পাড়ি।
যদি দেখি এ্যাম্বুলেন্স, কোন এক রাস্তায়,
অস্থির স্মৃতিগুলো, শুধু মনে ধাক্কায়;
কি যে এক আক্ষেপ, পারিনি তো বাঁচাতে,
প্রিয় আজ কার হেথা, পথ ছাড়ি তড়িতে।
হোকনা এবার চাকরিটা, হোক সেটা প্রমোশন,
বলি কারে ছুটে গিয়ে, করি মিস যে ভীষণ;
ছিলে মোর প্রেরণায়, চেপে নিজ কষ্ট,
আজ বুঝি কত কিছু, তুমি "মা" শ্রেষ্ঠ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৩/০৩/২০১৬বেশ ভালো লাগলো
-
হৃদয় ভৌমিক ০৩/০৩/২০১৬খুব সাধারণ কিন্তু বেশ অর্থপূর্ণ শব্দচয়ন -খুব ভালো লেখনী -শুভেচ্ছা রইলো -
-
আশরাফুল ইসলাম শিমুল ০২/০৩/২০১৬খুব ভাল লাগলো কবি ।
আপনার শব্দ গুলো -
হরিশ বর্মন (বুলবুলি) ০২/০৩/২০১৬অসাধারণ হয়েছে কবি। শুভেচ্ছা রইলো।
-
ধ্রুব রাসেল ০১/০৩/২০১৬অসাধারণ লিখছেন কবি। হৃদয় স্পর্শনীয় কবিতা।
-
আসাদুজ্জামান নূর ০১/০৩/২০১৬valo hoyeche
-
হরেকৃষ্ণ দে ০১/০৩/২০১৬এগিয়ে চলুন।ভালোলাগার শুভেচ্ছা ।
-
প্রদীপ চৌধুরী. ০১/০৩/২০১৬অসাধারণ
-
অভিষেক মিত্র ০১/০৩/২০১৬ভালো।