✍ কাব্য বিনে কবির খাতা ✍
একটা কবিতা লিখবো বলে তোমার জন্য
কখন থেকে বসে আছি !
একটা শব্দের জাল বুনবো বলে তোমার জন্য
কখন থেকে হাতে কলম নিয়ে বসে আছি !
যত শাখার শিখরে আছো তুমি শব্দের উদ্ধত,
এত দেমাগ কীসে তোমার !
কেনই বা তোমার এই নিঠুর খেলা
ব্যর্থ এই কবির সঙ্গে?
তুমি কেনই বা খেলো লুকোচুরি – নিত্যদিন?
কেন আসোনা এই বুকে...
তুমি কী ভুলে গেছ অযুত দিনের নিযুতসম ঋণ?
আমায় ছাড়া কে বোঝে
তোমার ঐ অবিনাশী অপার যৌবন?
হাত বাড়িয়ে কে বলে -
উড়িয়ে দেই তোমায় যোগ্য হৃদয়দেশে
তোমারই অপাপবিদ্ধ এ মন!
একটি কবিতা লিখবো বলে
শব্দের পিছে পিছে ঘুরছি কখন থেকে...
প্রগলভা শব্দের তরুণী,
আর মিছে ঘুরিও না, করি মিনতি !
দেও ধরা, এইবার দেও ধরা এ বুকে...
কবির বুক শব্দ বিনে ধু ধু মরুভূমি
কাব্য বিনে কবির খাতা বেদনায় তামাদি !
আকাশে মন প্রবণের ঘুড়ি ওড়াবো বলে
তোমার পিছু নিয়েছি কখন থেকে...
ওগো অপ্সরী দোহাই লাগে, আমায় তোমার
চরণরেখা চুমতে দাও...
ছন্দিল তোমার বক্রতা থেকে
ক’টা সুর দিলেইবা
পথের ধূলোয় অবহেলায় লুটিয়ে...
আমি কবি উদাসীন সেটাই নেবো বুক পেতে।
শব্দের লুব্ধক কামিনী,
আমায় করো না আর বঞ্চিত।
এবার কাব্যের একটা ফুল ছুঁতে দাও!
কখন থেকে বসে আছি !
একটা শব্দের জাল বুনবো বলে তোমার জন্য
কখন থেকে হাতে কলম নিয়ে বসে আছি !
যত শাখার শিখরে আছো তুমি শব্দের উদ্ধত,
এত দেমাগ কীসে তোমার !
কেনই বা তোমার এই নিঠুর খেলা
ব্যর্থ এই কবির সঙ্গে?
তুমি কেনই বা খেলো লুকোচুরি – নিত্যদিন?
কেন আসোনা এই বুকে...
তুমি কী ভুলে গেছ অযুত দিনের নিযুতসম ঋণ?
আমায় ছাড়া কে বোঝে
তোমার ঐ অবিনাশী অপার যৌবন?
হাত বাড়িয়ে কে বলে -
উড়িয়ে দেই তোমায় যোগ্য হৃদয়দেশে
তোমারই অপাপবিদ্ধ এ মন!
একটি কবিতা লিখবো বলে
শব্দের পিছে পিছে ঘুরছি কখন থেকে...
প্রগলভা শব্দের তরুণী,
আর মিছে ঘুরিও না, করি মিনতি !
দেও ধরা, এইবার দেও ধরা এ বুকে...
কবির বুক শব্দ বিনে ধু ধু মরুভূমি
কাব্য বিনে কবির খাতা বেদনায় তামাদি !
আকাশে মন প্রবণের ঘুড়ি ওড়াবো বলে
তোমার পিছু নিয়েছি কখন থেকে...
ওগো অপ্সরী দোহাই লাগে, আমায় তোমার
চরণরেখা চুমতে দাও...
ছন্দিল তোমার বক্রতা থেকে
ক’টা সুর দিলেইবা
পথের ধূলোয় অবহেলায় লুটিয়ে...
আমি কবি উদাসীন সেটাই নেবো বুক পেতে।
শব্দের লুব্ধক কামিনী,
আমায় করো না আর বঞ্চিত।
এবার কাব্যের একটা ফুল ছুঁতে দাও!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনিসা নাসরীন ২৮/০৩/২০১৬ভাল
-
হাসান কাবীর ০১/০৩/২০১৬চমৎকার, বেশ ভালো লেগেছে, বিষয়বস্তু আকর্ষণীয়।
-
গাজী তৌহিদ ২৯/০২/২০১৬অসাধারণ ভাই
-
দেবাশীষ দিপন ২৯/০২/২০১৬খুব সুন্দর।
-
নির্ঝর ২৮/০২/২০১৬খুব ভাল
-
সাইদুর রহমান ২৮/০২/২০১৬খুব সুন্দর উপস্থাপনা।
-
এস, এম, আরশাদ ইমাম ২৮/০২/২০১৬আ হা। প্রেমের কবিতা নয়, প্রেমের বাগান। বেশ, চলুক তবে।
-
ধ্রুব রাসেল ২৮/০২/২০১৬অসাধারণ শব্দ দ্যুতি