✍ অপ্রকাশিত ভালবাসা ✍
চাঁদহীন নিস্তব্ধ রাতের আকাশে-
ঘুমের ঘোরে স্বপ্নে মনে মনে চোখের ইশারায়
কাছে ডাকি তোমায়।
হৃদয়ের ডাক কানে কি তোমার পৌঁছায়?
অপেক্ষায় থাকি শুধু বেলা অবেলায়!!
হয়তো তুমিও আমায় ডাকো মনে মনে
আমায় নিয়ে হারাতে চাও ওই দূরের বনে
ভেসে যেতে চাও সুরে সুরে গানে গানে
তুমিও হয়তো অপেক্ষার প্রহর গুনো উচাটনে।
ভালবাসলে বলতে হয়
অপ্রকাশিত ভালবাসা ভালো নয়
এতে ভালবাসার পাখিরা একে অপর থেকে দূরে রয়
রিক্ততায় পূর্ণ জীবন হয় জ্বালাময়।
না বলা ভালবাসায় তুমি আর আমি অধরা
সময় যে যাচ্ছে চলে আমি তুমি ছাড়া
একদিন কিন্তু হতে হবে সব হারা
থাকব না আমি থাকবে না তুমি,
শুধু অটুট থাকবে এই ধরা।
ভালবাসা হলো বয়ে চলা এক নদী
বলা না বলায় কি-ই বা যাবে আসবে যদি,
ভালবাসা প্রকাশ করলেই না অদ্যাবধি
সবই চলবে, থাকবে....
শুধু সময় করে না অপেক্ষা বয়ে যায় নিরবধি ।
ঘুমের ঘোরে স্বপ্নে মনে মনে চোখের ইশারায়
কাছে ডাকি তোমায়।
হৃদয়ের ডাক কানে কি তোমার পৌঁছায়?
অপেক্ষায় থাকি শুধু বেলা অবেলায়!!
হয়তো তুমিও আমায় ডাকো মনে মনে
আমায় নিয়ে হারাতে চাও ওই দূরের বনে
ভেসে যেতে চাও সুরে সুরে গানে গানে
তুমিও হয়তো অপেক্ষার প্রহর গুনো উচাটনে।
ভালবাসলে বলতে হয়
অপ্রকাশিত ভালবাসা ভালো নয়
এতে ভালবাসার পাখিরা একে অপর থেকে দূরে রয়
রিক্ততায় পূর্ণ জীবন হয় জ্বালাময়।
না বলা ভালবাসায় তুমি আর আমি অধরা
সময় যে যাচ্ছে চলে আমি তুমি ছাড়া
একদিন কিন্তু হতে হবে সব হারা
থাকব না আমি থাকবে না তুমি,
শুধু অটুট থাকবে এই ধরা।
ভালবাসা হলো বয়ে চলা এক নদী
বলা না বলায় কি-ই বা যাবে আসবে যদি,
ভালবাসা প্রকাশ করলেই না অদ্যাবধি
সবই চলবে, থাকবে....
শুধু সময় করে না অপেক্ষা বয়ে যায় নিরবধি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রদীপ চৌধুরী. ২২/০২/২০১৬অভিনন্দন ভাল প্রকাশ
-
মোঃ মুসা খান ২১/০২/২০১৬অনেক অনেক ভাল
-
পরশ ২১/০২/২০১৬অনেক অনেক ভাল
-
ধ্রুব রাসেল ২০/০২/২০১৬ভাল লাগলো।
বানান ঠিক করে নিবেন -
অদ্যাবদি- অদ্যাবধি -
মনিরুজ্জামান শুভ্র ২০/০২/২০১৬বাহ বেশ লিখেছেন।
নিস্তব্দ> নিস্তব্ধ -
রইস উদ্দিন খান আকাশ ২০/০২/২০১৬সুন্দর
-
মোঃ মুসা খান ২০/০২/২০১৬nice