✍ তুমি আমার সৃষ্ট ইন্দ্রাণী ✍
- এই শোন,
- হুম..... বল,
- তুমি পরে আছো আজ নীল শাড়ি
নিয়েছ তো এ মনটা কাড়ি।
- সত্যি কী ! তুমি আমায় দেখেছিলে
বলতো আমায় কেমন মানিয়েছিল নীলে।
- আচ্ছা তুমি কি চিনো হুমায়ুন আহমেদের সৃষ্ট ইন্দ্রাণী
তোমাকে লাগছিলো বেশ, যেন নীল পরীদের রাণী।
- কথাগুলো মিথ্যা নয়তো ?
খুশি করানোর জন্য বলছো হয়তো!
- না না সত্য কথা, মিথ্যা আমি বলিনি
নীল শাড়িতে দেখে তোমায় বেড়েছিলো যে বুকের দুরদুরানি।
- কি যে বলোনা তুমি আবোল তাবোল
এমনি করেই থেকো তুমি, মনটাকে করবে না কখনো রদবদল?
-নীলে তোমায় মানায় গো বেশ
আরো লাগতো ভাল যদি ছাড়া রাখতে কেশ।
- তুমি আমায় চাইবে যেভাবে
সাজাবো নিজেকে ঠিক সেভাবে।
- তোমারই কপালে দিতে যদি একটা নীল টিপ
তাহলে ভাবতাম জ্বলছে যেনো আমার সামনে নীল প্রদীপ।
- এতো কিছু দেখলে কখন
তাকিয়ে দেখেছি উদাস ছিল তোমার দু'নয়ন।
- কানে ছিল লম্বা দুল
খোঁপায় ছিল নীল ফুল।
- হায় হায় এতোটাই দেখেছ আমায়
ভুল বুঝেছি, মনে হয়েছিল রেখেছ অবহেলায়।
- হাত ভরা নীল চুড়ির ঝনঝনানিতে
মিশেছিলে আমার বুকে, ডেকেছো কাছে যেন হাতছানিতে।
- ভাল এমনি বাসবে তো
- নিজেকে নীলে সাজিয়ে কাছে আসবে তো ?
- ডাকলে তুমি হাত না, মন বাড়িয়ে
- মন দিয়েই ডাকি গো, বুকে তোমায় রাখবো জড়িয়ে।
- সঙ্গী করে রাখবে বলো?
- আমার নীল পরি এবার আমার ঘরে চলো।
- হুম..... বল,
- তুমি পরে আছো আজ নীল শাড়ি
নিয়েছ তো এ মনটা কাড়ি।
- সত্যি কী ! তুমি আমায় দেখেছিলে
বলতো আমায় কেমন মানিয়েছিল নীলে।
- আচ্ছা তুমি কি চিনো হুমায়ুন আহমেদের সৃষ্ট ইন্দ্রাণী
তোমাকে লাগছিলো বেশ, যেন নীল পরীদের রাণী।
- কথাগুলো মিথ্যা নয়তো ?
খুশি করানোর জন্য বলছো হয়তো!
- না না সত্য কথা, মিথ্যা আমি বলিনি
নীল শাড়িতে দেখে তোমায় বেড়েছিলো যে বুকের দুরদুরানি।
- কি যে বলোনা তুমি আবোল তাবোল
এমনি করেই থেকো তুমি, মনটাকে করবে না কখনো রদবদল?
-নীলে তোমায় মানায় গো বেশ
আরো লাগতো ভাল যদি ছাড়া রাখতে কেশ।
- তুমি আমায় চাইবে যেভাবে
সাজাবো নিজেকে ঠিক সেভাবে।
- তোমারই কপালে দিতে যদি একটা নীল টিপ
তাহলে ভাবতাম জ্বলছে যেনো আমার সামনে নীল প্রদীপ।
- এতো কিছু দেখলে কখন
তাকিয়ে দেখেছি উদাস ছিল তোমার দু'নয়ন।
- কানে ছিল লম্বা দুল
খোঁপায় ছিল নীল ফুল।
- হায় হায় এতোটাই দেখেছ আমায়
ভুল বুঝেছি, মনে হয়েছিল রেখেছ অবহেলায়।
- হাত ভরা নীল চুড়ির ঝনঝনানিতে
মিশেছিলে আমার বুকে, ডেকেছো কাছে যেন হাতছানিতে।
- ভাল এমনি বাসবে তো
- নিজেকে নীলে সাজিয়ে কাছে আসবে তো ?
- ডাকলে তুমি হাত না, মন বাড়িয়ে
- মন দিয়েই ডাকি গো, বুকে তোমায় রাখবো জড়িয়ে।
- সঙ্গী করে রাখবে বলো?
- আমার নীল পরি এবার আমার ঘরে চলো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুসা খান ২০/০২/২০১৬good
-
প্রদীপ চৌধুরী. ১৮/০২/২০১৬বেশ লাগলো
-
মোঃ মুসা খান ১৮/০২/২০১৬ভালো
-
সাইফুল ইসলাম (bdlooks24.com) ১৮/০২/২০১৬চালিয়ে যান
-
নির্ঝর ১৮/০২/২০১৬অনেক অনেক ভাল
-
আশরাফুল ইসলাম শিমুল ১৮/০২/২০১৬খুব ভালো লেখ
-
মোঃ মনির হোসেন মনি ১৮/০২/২০১৬চমৎকার
-
মাহাবুব ১৮/০২/২০১৬সুন্দর কবিতাটা, কবি।
-
গাজী তৌহিদ ১৮/০২/২০১৬চমৎকার কবি সাহেব!
-
ধ্রুব রাসেল ১৮/০২/২০১৬অনেক ভাল লাগলো।
-
অভিষেক মিত্র ১৮/০২/২০১৬বেশ লাগল।