✍ ফেইসবুক তোকে স্যালুট ✍
আমি বড় বোকা, ফেইসবুকের পোকা।
জানি আমি নই একা, তবুও খাই ধোঁকা।
ফেইসবুকে প্রেম করি, একশ একবার কানে ধরি।
যাকে তাকে এড করি, তারই সাথে চ্যাট করি।
যখন তখন প্রেমে পড়া, বারে বারে খাই ধরা।
কেউ বোঝেনা আমাকে, ফাঁকি দেই নিজেকে,
অযথা সময় নষ্ট, জীবনটাতে কষ্ট।
জানি আমি বেকার, ভবিষ্যত অন্ধকার।
তবুও আমি ফেইসবুকের গোলাম,
ফেইসবুককে জানাই লাখো সালাম।
বিঃ দ্রঃ এইটা একটা ছড়া যেটি বর্তমান যোগের
উপর ফেইসবুকের প্রধান ভূমিকার উল্লেখ করে।
জানি আমি নই একা, তবুও খাই ধোঁকা।
ফেইসবুকে প্রেম করি, একশ একবার কানে ধরি।
যাকে তাকে এড করি, তারই সাথে চ্যাট করি।
যখন তখন প্রেমে পড়া, বারে বারে খাই ধরা।
কেউ বোঝেনা আমাকে, ফাঁকি দেই নিজেকে,
অযথা সময় নষ্ট, জীবনটাতে কষ্ট।
জানি আমি বেকার, ভবিষ্যত অন্ধকার।
তবুও আমি ফেইসবুকের গোলাম,
ফেইসবুককে জানাই লাখো সালাম।
বিঃ দ্রঃ এইটা একটা ছড়া যেটি বর্তমান যোগের
উপর ফেইসবুকের প্রধান ভূমিকার উল্লেখ করে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ১৭/০২/২০১৬ভাল।।
-
নিলয় পারভেজ হৃদয় ১৬/০২/২০১৬ফেসবুক না চালালে আপনার এ ভাবনা মুখে আসতো না। অনেক ভালো লাগলো।
-
নির্ঝর ১৬/০২/২০১৬ভাল
-
বিদ্রোহী ফাহিম খান ১৬/০২/২০১৬ফেসবুক নিয়ে দারুন লেখা! ভালো লাগলো!
-
অভিষেক মিত্র ১৬/০২/২০১৬বেশ লাগল।
-
হরেকৃষ্ণ দে ১৬/০২/২০১৬ফেসবুকের উপর কবিতা ভিন্ন স্বাদের লাগলো।ভালো থাকবেন।
-
গাজী তৌহিদ ১৬/০২/২০১৬ফেসবুক ছাড়া দিনই চলে না!
যাক আপনাকে অনেক ধন্যবাদ যে তাকে নিয়ে এহটা কবিতা লিখলেন! -
ধ্রুব রাসেল ১৬/০২/২০১৬হুম,,,,,! আসলেই অনেক ভাল লেখেন আপনি। ভাল লাগলো।