www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

✍ ভ্যালেন্টাইন ✍

ভালোবাসার দিবসে আকুল হৃদয়ে
প্রেমিক গেল - প্রেমিকার তরে,
প্রেমের কুঞ্জে মিলন হল দু'জন
একাকার হলো হিয়া।
গভীর আবেশে চোখে চোখ রেখে
ঠেকিয়ে দু'জন দু'জনার কাঁধে মাথা,
বুকেতে জমানো ছিল তাঁদের
না বলা হাজারো কথা।
আদর সোহাগ মিশিয়ে হঠাৎ প্রেমিক
শুধাল চলনা ঘরে!
রাঙিয়েছি সে ঘর হৃদয় তুলিতে
শুধুই তোমার তরে।
মনের আবেগে বলে প্রেমিকা
ঠিক বলেছ প্রেমিক,
ভাসব দু'জন আজ প্রেমের ভেলায়
সেটাই হবে ঠিক।
উষ্ণ ছোঁয়ায় তপ্ত দেহের
কাটল সেথায় সারাবেলা,
পঙ্কিলতায় নষ্ট প্রেমের
চলছে যে পাপের লীলা।
স্বপ্ন রঙিন এমনি করেই
যায় কেটে দিনগুলি,
সন্তান এসে গর্ভে হঠাৎ
অঘটন গেল ঘটে।
শুধাল প্রেমিকা শত আশা নিয়ে
ওগো মোর প্রিয়-ধন,
গর্ভে আমার এসেছে তোমার
আগামীর আগমন।
তোমার জীবন সঙ্গী ঘরণী আমার
স্বপ্ন যে হবে পূরণ,
ভালোবাসার বাঁধন বাঁধব দুজনে
সুখময় নীড় থাকবো সারাটি জীবন।
বলল প্রেমিক চমকিত হয়ে
বলছো কিসব তুমি?
ঘরণী তোমায় বানাবো কীভাবে
পাগল হইনি আমি।
নোংরা মুখেতে নষ্ট তুমি যে,
কেন বলছো যে যা-তা?
নই কভূ আমি দূর হয়ে যাও,
জারজ শিশুর পিতা।
ভগ্ন হৃদয়ে কেঁদে কেঁদে প্রেমিকা
চিরতরে ফিরে এলো,
সাজানো পৃথিবী এক নিমিষের ঝড়ে
হয়ে গেল এলোমেলো।
টানবেনা আর শপথ নিল সে
নষ্ট দেহের ঘ্রানি,
ফাঁস লাগিয়ে কম্পিত হাতে
মুছল পাপের গ্লানি।
লক্ষ তরুণ এইভাবে হায়
যাচ্ছে যে আজ ঝরে,
পশ্চিমা ঘুণ অশ্লীলতার
খাচ্ছে সমাজ কুঁড়ে।
আমাদের তরে মুসলিম মোরা
নয় পশ্চিমা রীতি,
ছুঁড়ে ফেলে দাও ঘৃণা করে তাকে
ভ্যালেন্টাইন প্রীতি।
প্রেমের ছোঁয়ায় খোদার নিখাদ
হয়ে যাও মাতোয়ারা,
বর্ষিত হবে তপ্ত ভুবনে
শান্তির বারিধারা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চাইনা মোরা পশ্চিমাদের হ্যাপি ভ্যালেন্টাইন,
    যা দেখিলে হয় যে খারাপ মোদের মাইন্ড।
  • ভালো লাগলো তবে আরো ভালো করতে হবে!
  • ধ্রুব রাসেল ১৪/০২/২০১৬
    ভাল লেখনি।
  • দারুন লিখেছেন
  • নির্ঝর ১৪/০২/২০১৬
    অনেক অনেক ভাল লেখেছেন
 
Quantcast