www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

✍ এখনো ভালোবাসি ✍

একটুখানি মেঘহীন রাতে
আকাশের দিকে তাকিয়ে দেখ,
আমি তারা হয়ে বলবো
এখনো ভালবাসি তোমায়...
একটুখানি তাকিয়ে থাকা
আমার চোখের মনিটরের পাশে রাখা,
একটুখানি তোমার হাতের স্পর্শ
বেঁচে থাকার স্বাদ হাজার বর্ষ।
একটুখানি তোমার সাথে আলাপ
এ হৃদয়ে ফুটে হাজার হাজার গোলাপ।
একটুখানি তোমার সাথে দৃষ্টির বিনিময়
যেন যুগ যুগ ছিলো তোমার সাথে
এ কবির প্রণয়।
একটুখানি তোমার দৃষ্টির আড়ালে
এ মন বলে এই বুঝি হারালে।
একটুখানি তোমার সামনে দাঁড়ালে
এমন করে কেন যে প্রতিটি ক্ষণ পোড়ালে।
একটুখানি তোমার নিবিড় সঙ্গ
শিহরণে দোলে প্রতিটি সারা অঙ্গ।
একটুখানি তোমার অপেক্ষায়
ভাবনাতে চলে আসে উপেক্ষা।
একটুখানি তোমায় পেলে পাশে
সকল দুখের ছায়া নাশে।
একটুখানি তোমার অভিমান ভাঙ্গালে,
ফিরে পাই হাজারটা সুখের সন্ধান।
একটুখানি তোমার সুখ
তৃপ্তিতে উজ্জ্বল মুখ।
শুধুই তো একটুখানি
চাই না অধিক কিছু,
তাহলে দুঃখ কেন নেয় তোমার পিছু।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হ্যাঁ সবসময়ইতো ভালবাসতে হবে।
  • ভালো লেগেছে।
  • অভিযান পাল ১৬/০২/২০১৬
    ভাব-প্রধান কবিতায় বাক-সংযম কাম্য । এই ভাবনাটিই আরো সংক্ষেপে উপস্থাপিত করার ক্ষমতা আপানার আছে । কবিতায় সব কথা বুঝিয়ে বলার দরকার হয় না । তবু মন্দ লাগল না । কিছু মনে না করলে কয়েকটি টাইপো এরর উল্লেখ করে দিই । সম্ভব হলে সম্পাদনা করে নেবেন ।
    ১) একটু খানি > একটুখানি ( (১১টি ক্ষেত্রে )
    ২) প্রনয়> প্রণয়
    ৩) যেনো> যেন
    ৪) কেনো> কেন
    ৫) ক্ষন> ক্ষণ
    ৬) শিহরনে> শিহরণে
    ৭) আঁড়ালে > আড়ালে
    ৮) উজ্জল > উজ্জ্বল
    কোনও কোনও ক্ষেত্রে মিল দেওয়ার চেষ্টায় ভাবের ধারাবাহিকতা ক্ষুন্ন হয়েছে । বরং এ জাতীয় কবিতায় অন্ত্যমিল পরিহার করলে ভাব-প্রকাশ যথাযথ হতে পারত । বক্তব্য ও উপস্থাপনা শৈলী আরও শক্তিশালী হত বলে মনে হয় । এটা আমার একান্তই ব্যক্তিগত অভিমত ।
    ধন্যবাদ ও শুভেচ্ছা ।
  • মাহাবুব ১৬/০২/২০১৬
    দারুণ, বেশ ভালো লেখা, কবি।
  • ধ্রুব রাসেল ১৫/০২/২০১৬
    অসাধারণ লিখেছেন। অনেক ভাল লাগলো।
  • ভালো লাগলো! চালিয়ে যান!
  • রাশেদ খাঁন ১৫/০২/২০১৬
    valo likhesen
  • অভিষেক মিত্র ১৫/০২/২০১৬
    ভালো লাগল দাদা।
  • গাজী তৌহিদ ১৫/০২/২০১৬
    একটুখানি জীবন ভাই কলম ধরলে
    অসাধারণ লেখনির সৃষ্টি হয়!
  • অসাধারন। খুবই ভালো লাগলো।
 
Quantcast