✍ রক্তে কেনা একুশ ✍
বাংলা আমার মায়ের ভাষা,
একুশ আমার মান।
তাই দিয়ে যাই প্রতি বছর,
একুশের সম্মান।
ভাষার জন্য শহীদ হয়ে যারা
দিয়ে গেছে প্রাণ,
একুশ এলে শ্রদ্ধার সাথে
হৃদয়ে দেই
সেই শহীদের স্থান।
একুশ তারিখের ফেব্রুয়ারী
যাদের রক্তে গড়া।
একুশ এলে স্মরণ করে
বিশ্ব তাদের,
দিয়ে ফুলের তোড়া।
ভাষা দিবস আন্তর্জাতিক,
যাদের রক্তে কেনা।
কেমনে শোধাবো মোরা?
সেই শহীদের দেনা।
স্বাধীনতার কথা যদি
কাহারো কখনো মনে পড়ে,
ব্যাথার প্লাবন বয়ে যায়
বুকে নয়নে অশ্রু ঝরে।
গৌরব তাঁরা স্বাধীন বাংলার
দিয়ে গেছে যারা প্রাণ,
শহীদ হয়েছে মরেনি তাঁরা
রেখেছে বাংলার মান।
বাংলার মান রাখতে যারা,
দিয়েছে জীবন, রেখেছে মান,
ধন্য মোদের বঙ্গ সন্তান,
বিশ্বে আজি তোমরা মহান।
একুশ আমার মান।
তাই দিয়ে যাই প্রতি বছর,
একুশের সম্মান।
ভাষার জন্য শহীদ হয়ে যারা
দিয়ে গেছে প্রাণ,
একুশ এলে শ্রদ্ধার সাথে
হৃদয়ে দেই
সেই শহীদের স্থান।
একুশ তারিখের ফেব্রুয়ারী
যাদের রক্তে গড়া।
একুশ এলে স্মরণ করে
বিশ্ব তাদের,
দিয়ে ফুলের তোড়া।
ভাষা দিবস আন্তর্জাতিক,
যাদের রক্তে কেনা।
কেমনে শোধাবো মোরা?
সেই শহীদের দেনা।
স্বাধীনতার কথা যদি
কাহারো কখনো মনে পড়ে,
ব্যাথার প্লাবন বয়ে যায়
বুকে নয়নে অশ্রু ঝরে।
গৌরব তাঁরা স্বাধীন বাংলার
দিয়ে গেছে যারা প্রাণ,
শহীদ হয়েছে মরেনি তাঁরা
রেখেছে বাংলার মান।
বাংলার মান রাখতে যারা,
দিয়েছে জীবন, রেখেছে মান,
ধন্য মোদের বঙ্গ সন্তান,
বিশ্বে আজি তোমরা মহান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১০/০৩/২০১৮ভাল
-
নিলয় পারভেজ হৃদয় ১৪/০২/২০১৬কবির প্রতি শুভেচ্ছা রইলো। খুবই ভালো লাগলো।
-
হাসান কাবীর ১৪/০২/২০১৬সুন্দর হয়েছে। শুভেচ্ছা।
-
দেবাশীষ দিপন ১৩/০২/২০১৬ভালো লেগেছে একুশের কবিতা।
-
বিদ্রোহী ফাহিম খান ১৩/০২/২০১৬দারুণ হয়েছে কিন্তু ছন্দময় হলে আলো ভালো লাগতো!
-
ধ্রুব রাসেল ১৩/০২/২০১৬একুশের চেতনায় উজ্জীবিত। খুবই ভাল লাগলো কবি।
-
গাজী তৌহিদ ১৩/০২/২০১৬বরাবরের মতই ভালো হয়েছে!
শুভেচ্ছা রইল!